মানিকগঞ্জের সাটুরিয়ার ঢাকা আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক মীর তানভীর হোসেন অনিক নামের এক যুবক ও মানিকগঞ্জ সদরের ঢাকা আরিচা মহা মহাসড়কের জাগীর ব্রীজে মারুফ নামের এক যুবকের খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ ঘটিকার সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে অন্যটি একই দিনে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর ব্রীজে। নিহত অনিক মানিকগঞ্জের শিবালয় উপজেলার সৈয়দাবাদ গ্রামের মীর শাহাদাত হোসেনের ছেলে। নিহত অনিকের চাচা শাহ রফিকুল ইসলাম বলেন, আমার ভাতিজা অনিককে আমি কোলে পিঠে মানুষ করেছি। ওর এই মৃত্যুকে মেনে নিতে পারছি না। ও ওর অনাগত সন্তানকে দেখে যেতে পারল না। আল্লাহ ওকে বেহেস্ত নসিব করুক। এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ঢাকা আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকের চালক আহত হলে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পথে মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকারিয়া জানান,শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাগীর ব্রিজ থেকে মো. মারুফ নামের এক যুবকের খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মারুফ পাবনা জেলার সাথিয়া উপজেলার দুলাই বিষ্ণুপুর গ্রামের মালেকের ছেলে। তবে তিনি বর্তমানে মানিকগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থেকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি করতেন বলে জানান তিনি।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়ার ঢাকা আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক মীর তানভীর হোসেন অনিক নামের এক যুবক ও মানিকগঞ্জ সদরের ঢাকা আরিচা মহা মহাসড়কের জাগীর ব্রীজে মারুফ নামের এক যুবকের খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ ঘটিকার সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে অন্যটি একই দিনে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর ব্রীজে। নিহত অনিক মানিকগঞ্জের শিবালয় উপজেলার সৈয়দাবাদ গ্রামের মীর শাহাদাত হোসেনের ছেলে। নিহত অনিকের চাচা শাহ রফিকুল ইসলাম বলেন, আমার ভাতিজা অনিককে আমি কোলে পিঠে মানুষ করেছি। ওর এই মৃত্যুকে মেনে নিতে পারছি না। ও ওর অনাগত সন্তানকে দেখে যেতে পারল না। আল্লাহ ওকে বেহেস্ত নসিব করুক। এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ঢাকা আরিচা মহাসড়কের রাইজিং ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকের চালক আহত হলে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পথে মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকারিয়া জানান,শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাগীর ব্রিজ থেকে মো. মারুফ নামের এক যুবকের খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মারুফ পাবনা জেলার সাথিয়া উপজেলার দুলাই বিষ্ণুপুর গ্রামের মালেকের ছেলে। তবে তিনি বর্তমানে মানিকগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থেকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি করতেন বলে জানান তিনি।