সমাজসেবা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম ইউনুচ আলী। গতকাল শনিবার বিকালে ঢাকার মগবাজারস্থ জলপাই পার্টি সেন্টারে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত মানবিক সমাজ গঠনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন,
শিক্ষা ও সমাজসেবায় যারা তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন, তাঁদের স্বীকৃতি ও মূল্যায়ন করা সময়ের দাবি। ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ সেই কাজটি সার্থকভাবে করে আসছে।
এস এম ইউনুচ আলীর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ও বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শাহনাজ পারভীন।
অধ্যক্ষ ইউনুচ আলী বর্তমানে মহম্মদপুরের ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ধোয়াইল ঈদগাহ কমিটির সভাপতি, গোরস্থান জামে মসজিদের সভাপতি ও মহম্মদপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইতিপূর্বে জেলা ও উপজেলা পর্যায়ে কাজের স্বীকৃতি পেয়েছি। জাতীয়ভাবে এ সম্মাননা প্রাপ্তি আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে ভাষা সৈনিক, বিচারপতি, সচিব, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইনজীবী, সাংবাদিক,সাংস্কৃতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণিপেশার গুণীজন উপস্থিত ছিলেন।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
সমাজসেবা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম ইউনুচ আলী। গতকাল শনিবার বিকালে ঢাকার মগবাজারস্থ জলপাই পার্টি সেন্টারে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত মানবিক সমাজ গঠনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন,
শিক্ষা ও সমাজসেবায় যারা তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন, তাঁদের স্বীকৃতি ও মূল্যায়ন করা সময়ের দাবি। ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ সেই কাজটি সার্থকভাবে করে আসছে।
এস এম ইউনুচ আলীর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ও বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শাহনাজ পারভীন।
অধ্যক্ষ ইউনুচ আলী বর্তমানে মহম্মদপুরের ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ধোয়াইল ঈদগাহ কমিটির সভাপতি, গোরস্থান জামে মসজিদের সভাপতি ও মহম্মদপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইতিপূর্বে জেলা ও উপজেলা পর্যায়ে কাজের স্বীকৃতি পেয়েছি। জাতীয়ভাবে এ সম্মাননা প্রাপ্তি আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে ভাষা সৈনিক, বিচারপতি, সচিব, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইনজীবী, সাংবাদিক,সাংস্কৃতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণিপেশার গুণীজন উপস্থিত ছিলেন।