চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাব্বির হোসেন (২৫)। চর পাথরঘাটা ইউনিয়নের মাদরাসা পাড়ার পুলিশ কলোনির ৪নং কক্ষে ঘটনাটি ঘটে।নিহত সাব্বির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৭নং বিষাকান্দি ইউনিয়নের বালুয়া কান্দি এলাকার ইয়াসিন ও রোজিনা দম্পতির ছেলে।
স্থানীয়রাদের বরাতে পুলিশ জানায়, সাব্বির কোনো স্থায়ী কাজ করতেন না। ঘটনার আগের দিন তিনি তার স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমানে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার সম্ভাবনা রয়েছে।
কর্ণফুলী থানার ওসি মো. শরীফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাব্বির হোসেন (২৫)। চর পাথরঘাটা ইউনিয়নের মাদরাসা পাড়ার পুলিশ কলোনির ৪নং কক্ষে ঘটনাটি ঘটে।নিহত সাব্বির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৭নং বিষাকান্দি ইউনিয়নের বালুয়া কান্দি এলাকার ইয়াসিন ও রোজিনা দম্পতির ছেলে।
স্থানীয়রাদের বরাতে পুলিশ জানায়, সাব্বির কোনো স্থায়ী কাজ করতেন না। ঘটনার আগের দিন তিনি তার স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমানে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার সম্ভাবনা রয়েছে।
কর্ণফুলী থানার ওসি মো. শরীফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।