ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতে আটক ৩১ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও ৩ শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নেয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সচেতনতা ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতে আটক ৩১ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও ৩ শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নেয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সচেতনতা ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে।