ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের ওয়াসার মোড়স্থ কুটুমবাড়ী রেস্তোরাঁর সামনে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ইরফাত ইব্রাহীম, সদস্যসচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান এবং সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক টিপু আহত হয়েছেন। জাতীয় যুবশক্তি বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে কাজ করে। জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান অভিযোগ করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জাতীয় যুবশক্তির সাধারণ সভা চলছিল। সভার একপর্যায়ে কথা-কাটাকাটি হলে অপর পক্ষ তাদের লোকজন ডেকে আনে। হামলাকারীদের মধ্যে গণঅধিকার পরিষদ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছিল। তারা আমাদের ওপর হামলা চালায় এবং আমাকে হত্যার চেষ্টা করে। আমাদের কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। হামলাকারীরা এনসিপির যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরার অনুসারী বলে আমরা জেনেছি।
মহানগর যুবশক্তির যুগ্ম সদস্যসচিব সজীব ভূঁইয়া বলেন, হামলায় জড়িতরা সবাই মিশমার অনুসারী। তারা গণঅধিকার পরিষদ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মিশমা আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আন্দোলনের সময় আমাদের সংগঠনে যুক্ত হন।
এখন তিনি এনসিপির কেন্দ্রীয় পদে থেকে ছাত্রলীগের ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন। তাঁর অনুসারীরা সংগঠনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। ছুরিকাহত যুবশক্তি নেতা আয়াজ বলেন, সভা চলাকালে কথা-কাটাকাটির পর একপক্ষ বাইরে লোক জড়ো করতে থাকে। সভা শেষে আমরা বের হলে স্লোগান দিয়ে হামলা শুরু হয়। এসময় তৌসিফ বিন রফিক নামের একজন আমাকে ছুরিকাঘাত করেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে রেস্তোরার ভেতরে কথাকাটাকাটির পর উভয় পক্ষ বাইরে নামলে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত তিনজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের ওয়াসার মোড়স্থ কুটুমবাড়ী রেস্তোরাঁর সামনে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ইরফাত ইব্রাহীম, সদস্যসচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান এবং সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক টিপু আহত হয়েছেন। জাতীয় যুবশক্তি বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে কাজ করে। জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান অভিযোগ করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জাতীয় যুবশক্তির সাধারণ সভা চলছিল। সভার একপর্যায়ে কথা-কাটাকাটি হলে অপর পক্ষ তাদের লোকজন ডেকে আনে। হামলাকারীদের মধ্যে গণঅধিকার পরিষদ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছিল। তারা আমাদের ওপর হামলা চালায় এবং আমাকে হত্যার চেষ্টা করে। আমাদের কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। হামলাকারীরা এনসিপির যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরার অনুসারী বলে আমরা জেনেছি।
মহানগর যুবশক্তির যুগ্ম সদস্যসচিব সজীব ভূঁইয়া বলেন, হামলায় জড়িতরা সবাই মিশমার অনুসারী। তারা গণঅধিকার পরিষদ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মিশমা আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আন্দোলনের সময় আমাদের সংগঠনে যুক্ত হন।
এখন তিনি এনসিপির কেন্দ্রীয় পদে থেকে ছাত্রলীগের ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন। তাঁর অনুসারীরা সংগঠনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। ছুরিকাহত যুবশক্তি নেতা আয়াজ বলেন, সভা চলাকালে কথা-কাটাকাটির পর একপক্ষ বাইরে লোক জড়ো করতে থাকে। সভা শেষে আমরা বের হলে স্লোগান দিয়ে হামলা শুরু হয়। এসময় তৌসিফ বিন রফিক নামের একজন আমাকে ছুরিকাঘাত করেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে রেস্তোরার ভেতরে কথাকাটাকাটির পর উভয় পক্ষ বাইরে নামলে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত তিনজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।