শিবগঞ্জ (বগুড়া): পোকার আক্রমণে শঙ্কায় চাষিরা -সংবাদ
বগুড়ার শিবগঞ্জে আমন ধানের ক্ষেতে ছড়িয়ে পড়েছে কারেন্ট পোকার প্রকোপ। ধানক্ষেতে এই পোকার আক্রমণে শঙ্কায় পড়েছে প্রান্তিক আপন চাষিরা।
এ পোকার আক্রমণে কীটনাশক স্প্রে করেও কোনো সুফল পাচ্ছেন না তারা। ফলে নষ্ট হচ্ছে স্বপ্নের ফসল। এতে হতাশ হয়ে পরছে কৃষকেরা।
সোমবার সরেজমিনে শিবগঞ্জের আমন ক্ষেত ঘুরে দেখা যায়, শত বিঘা জমির ধানগাছ শুকিয়ে গেছে। কারণ হিসেবে কৃষকেরা বলছে, কারেন্ট পোকা আমনের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করছে।
কৃষকরা আরও জানান, এবছর আমন মৌসুমের শুরুতে পানি সংকট বা চারা রোপনে তেমন সমস্যা ছিল না। তবে সারের দাম ছিল অনেক বেশি। তবুও কষ্ট করে বেশি দামে সার কিনে ধান চাষ করছেন তারা। হঠাৎ কারেন্ট পোকার আক্রমণে সব পরিশ্রম যেন মাটি হয়ে যাচ্ছে।
উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক মজনু প্রামাণিক বলেন, ধানগাছ শুরু থেকে ভালোই ছিল, কাজের চাপে ৩ দিন জমিতে যেতে পারিনি। এর মধ্যেই কারেন্ট পোকা সব শেষ করে দিয়েছে। আর কিছুদিন পরেই ধান কাটার উপযুক্ত হতো। দিনে দুইবার করে ওষুধ স্প্রে করছি তাও কোনো কাজ হচ্ছে না। গোড়া থেকে গাছ শুকিয়ে যাচ্ছে। এভাবে ফসল নষ্ট হলে ধানের খরচই উঠবে না।
উপজেলার দেউলী কারিগরপাড়ার কৃষক জাকির হোসেন বলেন, আমার ধানক্ষেতে একদিকে ইঁদুরের হানা, আরেকদিকে কারেন্ট পোকার হানা। তাদের অত্যাচারে ধান নিয়ে হতাশায় পরেছি। তারমধ্যে আবার কীটনাশক কিনতে পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। বাজারে যত কম্পানির ওষুধ নামছে, কোনটা আসল আর কোনটা নকল বুঝা বড় দায়। নকল ওষুধ কিনে টাকা নষ্ট করছি, ফসলেরও কাজ হচ্ছে না।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান, কারেন্ট পোকা দমনে করণীয় সম্পর্কে প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠক করা হয়েছে। জমিতে ধান ৬,৭ ইঞ্চি দূরত্ব করে রোপণ করতে হবে। যাতে করে আলো বাতাস গাছে প্রবেশ করতে পারে।
১ওষুধ ব্যবহার করার সময় ধানের গোড়া ফাঁক করে স্প্রে দিতে হবে কারণ ঔষধ যেন ধানের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে ।তাহলে কারেন্ট প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও বৃষ্টির পর কারেন্ট পোকার যে উপদ্রব হয়, তা থেকে ধান রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শিবগঞ্জ (বগুড়া): পোকার আক্রমণে শঙ্কায় চাষিরা -সংবাদ
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বগুড়ার শিবগঞ্জে আমন ধানের ক্ষেতে ছড়িয়ে পড়েছে কারেন্ট পোকার প্রকোপ। ধানক্ষেতে এই পোকার আক্রমণে শঙ্কায় পড়েছে প্রান্তিক আপন চাষিরা।
এ পোকার আক্রমণে কীটনাশক স্প্রে করেও কোনো সুফল পাচ্ছেন না তারা। ফলে নষ্ট হচ্ছে স্বপ্নের ফসল। এতে হতাশ হয়ে পরছে কৃষকেরা।
সোমবার সরেজমিনে শিবগঞ্জের আমন ক্ষেত ঘুরে দেখা যায়, শত বিঘা জমির ধানগাছ শুকিয়ে গেছে। কারণ হিসেবে কৃষকেরা বলছে, কারেন্ট পোকা আমনের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করছে।
কৃষকরা আরও জানান, এবছর আমন মৌসুমের শুরুতে পানি সংকট বা চারা রোপনে তেমন সমস্যা ছিল না। তবে সারের দাম ছিল অনেক বেশি। তবুও কষ্ট করে বেশি দামে সার কিনে ধান চাষ করছেন তারা। হঠাৎ কারেন্ট পোকার আক্রমণে সব পরিশ্রম যেন মাটি হয়ে যাচ্ছে।
উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক মজনু প্রামাণিক বলেন, ধানগাছ শুরু থেকে ভালোই ছিল, কাজের চাপে ৩ দিন জমিতে যেতে পারিনি। এর মধ্যেই কারেন্ট পোকা সব শেষ করে দিয়েছে। আর কিছুদিন পরেই ধান কাটার উপযুক্ত হতো। দিনে দুইবার করে ওষুধ স্প্রে করছি তাও কোনো কাজ হচ্ছে না। গোড়া থেকে গাছ শুকিয়ে যাচ্ছে। এভাবে ফসল নষ্ট হলে ধানের খরচই উঠবে না।
উপজেলার দেউলী কারিগরপাড়ার কৃষক জাকির হোসেন বলেন, আমার ধানক্ষেতে একদিকে ইঁদুরের হানা, আরেকদিকে কারেন্ট পোকার হানা। তাদের অত্যাচারে ধান নিয়ে হতাশায় পরেছি। তারমধ্যে আবার কীটনাশক কিনতে পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। বাজারে যত কম্পানির ওষুধ নামছে, কোনটা আসল আর কোনটা নকল বুঝা বড় দায়। নকল ওষুধ কিনে টাকা নষ্ট করছি, ফসলেরও কাজ হচ্ছে না।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান, কারেন্ট পোকা দমনে করণীয় সম্পর্কে প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠক করা হয়েছে। জমিতে ধান ৬,৭ ইঞ্চি দূরত্ব করে রোপণ করতে হবে। যাতে করে আলো বাতাস গাছে প্রবেশ করতে পারে।
১ওষুধ ব্যবহার করার সময় ধানের গোড়া ফাঁক করে স্প্রে দিতে হবে কারণ ঔষধ যেন ধানের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে ।তাহলে কারেন্ট প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও বৃষ্টির পর কারেন্ট পোকার যে উপদ্রব হয়, তা থেকে ধান রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।