চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু, ২টি মহিষ ও ৫০ কেজি বিড়ি তৈরীর মসলা জব্দ করেছে। এসবের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে থেকে শুক্রবার ভোর পর্যন্ত মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়। ৫৩ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে নদী পথে ও বিভিন্ন চরে গবাদিপশু এবং অন্যান্য চোরাচালান পণ্য লুকিয়ে রেখেছে । এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১১টা হতে শুক্রবার ভোর ৫ টার মধ্যে ৫৩ বিজিবি অধীনস্থ মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, বাবুপুর এবং মনাকষা ইউনিয়নের সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকায় অভিযান চালিয়ে ৪টি গরু ও পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা জব্দ করা হয়। জব্দকৃত গবাদি পশু এবং বিড়ি তৈরির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোন অবৈধ চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সদা সচেষ্ট রয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু, ২টি মহিষ ও ৫০ কেজি বিড়ি তৈরীর মসলা জব্দ করেছে। এসবের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে থেকে শুক্রবার ভোর পর্যন্ত মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়। ৫৩ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে নদী পথে ও বিভিন্ন চরে গবাদিপশু এবং অন্যান্য চোরাচালান পণ্য লুকিয়ে রেখেছে । এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১১টা হতে শুক্রবার ভোর ৫ টার মধ্যে ৫৩ বিজিবি অধীনস্থ মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, বাবুপুর এবং মনাকষা ইউনিয়নের সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকায় অভিযান চালিয়ে ৪টি গরু ও পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা জব্দ করা হয়। জব্দকৃত গবাদি পশু এবং বিড়ি তৈরির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোন অবৈধ চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সদা সচেষ্ট রয়েছে।