ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লিতে পরিপূর্ণ মসজিদের ভেতর ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। নামাজরত অবস্থায় এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরুল মিয়া (৪০) বনগাঁও গ্রামের মৃত সুনাহর মিয়ার ছেলে। তিনি নিয়মিতভাবে জুমার নামাজে অংশগ্রহণ করতেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে ইমরুলের ওপর অতর্কিত হামলা চালান। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ইমরুল।
আতঙ্কিত মুসল্লিরা নামাজ বন্ধ করে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পবিত্র জুমার নামাজের সময় আল্লাহর ঘরে এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক হয়ে পড়েছেন বনগাঁওবাসী। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের ভেতরে এমন বর্বরতা মানবতার আর কতটা অবক্ষয় হলে এমন ঘটনা ঘটতে পারে?
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার জাবেদ হত্যা মামলার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইমরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করছি। ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে স্থানীয় প্রশাসন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নিহত ইমরুলের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ বনগাঁও গ্রাম।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লিতে পরিপূর্ণ মসজিদের ভেতর ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। নামাজরত অবস্থায় এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরুল মিয়া (৪০) বনগাঁও গ্রামের মৃত সুনাহর মিয়ার ছেলে। তিনি নিয়মিতভাবে জুমার নামাজে অংশগ্রহণ করতেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে ইমরুলের ওপর অতর্কিত হামলা চালান। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ইমরুল।
আতঙ্কিত মুসল্লিরা নামাজ বন্ধ করে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পবিত্র জুমার নামাজের সময় আল্লাহর ঘরে এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক হয়ে পড়েছেন বনগাঁওবাসী। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের ভেতরে এমন বর্বরতা মানবতার আর কতটা অবক্ষয় হলে এমন ঘটনা ঘটতে পারে?
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার জাবেদ হত্যা মামলার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইমরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করছি। ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে স্থানীয় প্রশাসন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নিহত ইমরুলের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ বনগাঁও গ্রাম।