ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের মূল গেটের সামনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার বড়গাছা গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের ম্যানেজার লোটাস হোসেন বলেন, গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দেখতে পাই অফিসের মূল গেটের সামনে ধোঁয়া উড়ছে। তখন অফিসের নাইট গার্ডের কাছে জানতে চাইলে নাইট গার্ড বলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গেটের সামনে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তা নিভিয়ে দিয়ে পরিষ্কার করে পাশে ফেলে দিয়েছি। আগুনের একটি ভিডিও আমাদের হাতে এসেছে। ওই ভিডিও আমাদের বড়গাছা শাখা অফিসের মূল প্রবেশ গেটের আগুনের। ভিডিও দেখে মনে হচ্ছে- দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অফিসের গেটের সামনে পাটের ছালায় (চট) আগুন লাগিয়ে দিয়ে নিজেরাই ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।
এই আগুনে অফিসের প্রবেশ গেটের ও অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। আগুনের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আগুনের খবর পেয়ে আমরা সরেজমিনে গিয়েছিলাম। উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসে আগুনের কোন ঘটনা ঘটেনি। তবে সেখানে অফিসের মূল গেটের সামনে নাইট গার্ড ধোঁয়া দেখেছেন। হয়তো পথচারীর ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন চটে (ছালায়) লেগে ধোঁয়ার সৃষ্টি হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের মূল গেটের সামনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার বড়গাছা গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের ম্যানেজার লোটাস হোসেন বলেন, গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দেখতে পাই অফিসের মূল গেটের সামনে ধোঁয়া উড়ছে। তখন অফিসের নাইট গার্ডের কাছে জানতে চাইলে নাইট গার্ড বলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গেটের সামনে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তা নিভিয়ে দিয়ে পরিষ্কার করে পাশে ফেলে দিয়েছি। আগুনের একটি ভিডিও আমাদের হাতে এসেছে। ওই ভিডিও আমাদের বড়গাছা শাখা অফিসের মূল প্রবেশ গেটের আগুনের। ভিডিও দেখে মনে হচ্ছে- দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অফিসের গেটের সামনে পাটের ছালায় (চট) আগুন লাগিয়ে দিয়ে নিজেরাই ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।
এই আগুনে অফিসের প্রবেশ গেটের ও অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। আগুনের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আগুনের খবর পেয়ে আমরা সরেজমিনে গিয়েছিলাম। উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসে আগুনের কোন ঘটনা ঘটেনি। তবে সেখানে অফিসের মূল গেটের সামনে নাইট গার্ড ধোঁয়া দেখেছেন। হয়তো পথচারীর ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন চটে (ছালায়) লেগে ধোঁয়ার সৃষ্টি হয়।