ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহলে একের পর এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গত ১ ও ২ ডিসেম্বর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলের চালান উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে খোসালপুর সীমান্তের পিলার ৬০/৭৫ আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে গ্রামের ধানখেত থেকে নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়াও মঙ্গলবার ভোরে যাদবপুর বিওপি এলাকার গোপালপুর গ্রামের খেজুর বাগান থেকে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।অপরদিকে, সোমবার বিকালে পলিয়ানপুর বিওপি সীমান্তে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আশিক মিয়াকে (২৫) আটক করে বিজিবি। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে বাঘাডাংগা সীমান্তে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করে। আটকরা হলেন অমল বিশ্বাস (৫১), শুভ ফৌজদার (২৩) ও সুজয় ফৌজদার (১৯)। তাদেরও আইনানুগ প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির কঠোর টহল অব্যাহত থাকবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহলে একের পর এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গত ১ ও ২ ডিসেম্বর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলের চালান উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে খোসালপুর সীমান্তের পিলার ৬০/৭৫ আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে গ্রামের ধানখেত থেকে নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়াও মঙ্গলবার ভোরে যাদবপুর বিওপি এলাকার গোপালপুর গ্রামের খেজুর বাগান থেকে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।অপরদিকে, সোমবার বিকালে পলিয়ানপুর বিওপি সীমান্তে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আশিক মিয়াকে (২৫) আটক করে বিজিবি। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে বাঘাডাংগা সীমান্তে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করে। আটকরা হলেন অমল বিশ্বাস (৫১), শুভ ফৌজদার (২৩) ও সুজয় ফৌজদার (১৯)। তাদেরও আইনানুগ প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির কঠোর টহল অব্যাহত থাকবে।