ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) সূচকের মিশ্র প্রতিক্রিয়া মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক নেমেছে ৫ হাজারেও কম পয়েন্টে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২ টি কোম্পানির, বিপরীতে ২৫১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মনো স্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকার। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ১৫ কোটি ১২ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দাম বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ। তাতে মূল্য বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড যার শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৮ শতাংশ। আর ৬ দশমিক ২৯ শতাংশ দরবৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেছে বেক্সিমকো পিপলস লিজ লিমিটেড। এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সোনালী আঁশ লিমিটেড, তামিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড , মনো স্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ফার্মা এইড লিমিটেড এবং জেমিনি সি ফুডস লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫১ টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ারদরও আগের দিনের তুলনায় কমেছে ১০ পয়সা বা ১০ শতাংশ। আর প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো, প্যাশিফিক ডিনিমস লিমিটেড (পিডিএল), আরএসআরএম স্টিল লিমিটেড, ফার ইস্ট ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) সূচকের মিশ্র প্রতিক্রিয়া মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক নেমেছে ৫ হাজারেও কম পয়েন্টে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২ টি কোম্পানির, বিপরীতে ২৫১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মনো স্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকার। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ১৫ কোটি ১২ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দাম বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ। তাতে মূল্য বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড যার শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৮ শতাংশ। আর ৬ দশমিক ২৯ শতাংশ দরবৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেছে বেক্সিমকো পিপলস লিজ লিমিটেড। এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সোনালী আঁশ লিমিটেড, তামিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড , মনো স্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ফার্মা এইড লিমিটেড এবং জেমিনি সি ফুডস লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫১ টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ারদরও আগের দিনের তুলনায় কমেছে ১০ পয়সা বা ১০ শতাংশ। আর প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো, প্যাশিফিক ডিনিমস লিমিটেড (পিডিএল), আরএসআরএম স্টিল লিমিটেড, ফার ইস্ট ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।