দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যেই প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। আধা ঘণ্টা পর ফের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৪টায় এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা পৌনে ৩টায় ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি
বিজ্ঞান ও প্রযুক্তি: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে ছবি সম্পাদনার সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি: মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা
সারাদেশ: লাউয়াছড়া বনাঞ্চল আজ চরম পরিবেশ সংকটে