চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেন ছাত্রদল নেতারা।
অভিযোগে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ইব্রাহীম রনি শহীদ তরুয়া ভবনের (নতুন কলা ভবন) ৩২৩ নম্বর কক্ষে গিয়ে প্রচারণা চালিয়েছেন—যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পর্ষদের অনেক প্রতিনিধি শিবিরের কর্মী এবং তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
তার ভাষায়, “নির্বাচনে আমরা সবার জন্য সমান সুযোগ দেখছি না। প্রশাসন একটি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। কমিশনের সদস্যদের ডেকেছি, তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।”
এদিকে দুর্গাপূজার ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে, শিক্ষার্থীদের উপস্থিতিতে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার এখন পুরোদমে চলছে।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদের ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
---
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেন ছাত্রদল নেতারা।
অভিযোগে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ইব্রাহীম রনি শহীদ তরুয়া ভবনের (নতুন কলা ভবন) ৩২৩ নম্বর কক্ষে গিয়ে প্রচারণা চালিয়েছেন—যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পর্ষদের অনেক প্রতিনিধি শিবিরের কর্মী এবং তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
তার ভাষায়, “নির্বাচনে আমরা সবার জন্য সমান সুযোগ দেখছি না। প্রশাসন একটি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। কমিশনের সদস্যদের ডেকেছি, তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।”
এদিকে দুর্গাপূজার ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে, শিক্ষার্থীদের উপস্থিতিতে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার এখন পুরোদমে চলছে।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদের ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
---