প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ছাত্র-শিক্ষক হেনস্তা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার, (১৪ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে ব্লকেড কর্মসূচি তুলে নেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের বোঝালে ব্লকেড কর্মসূচি তুলে নেয়। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকার সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে-বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করা হয়। এর প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করছিলেন ঢাকা কলেজের ছাত্ররা।
তারা সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু করেন। ছাত্ররা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ব্লকেড কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
সরকারি কলেজের শিক্ষকদেরও কর্মবিরতি পালন
ঢাকা কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার, সারাদেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল অ্যাডুকেশন অ্যাসোসিয়েশন। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজ অডিটরিয়ামে শিক্ষকেরা কর্মসূচি পালন করেন।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা নিয়ে জটিলতা বাড়ছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ নানামুখী আন্দোলন চলছে। এ নিয়ে গত সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মাসুদ রানা খান বলেন, মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণীকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।
কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের
শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।
তারা মঙ্গলবার, বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘পা ভেঙেছে আমাদের, দুঃখ কেনো তাদের,’ ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না, মানবো না’,।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ছাত্র-শিক্ষক হেনস্তা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার, (১৪ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে ব্লকেড কর্মসূচি তুলে নেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের বোঝালে ব্লকেড কর্মসূচি তুলে নেয়। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকার সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে-বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করা হয়। এর প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করছিলেন ঢাকা কলেজের ছাত্ররা।
তারা সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু করেন। ছাত্ররা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ব্লকেড কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
সরকারি কলেজের শিক্ষকদেরও কর্মবিরতি পালন
ঢাকা কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার, সারাদেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল অ্যাডুকেশন অ্যাসোসিয়েশন। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজ অডিটরিয়ামে শিক্ষকেরা কর্মসূচি পালন করেন।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা নিয়ে জটিলতা বাড়ছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ নানামুখী আন্দোলন চলছে। এ নিয়ে গত সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মাসুদ রানা খান বলেন, মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণীকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।
কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের
শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।
তারা মঙ্গলবার, বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘পা ভেঙেছে আমাদের, দুঃখ কেনো তাদের,’ ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না, মানবো না’,।