রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন একাধিক জায়গায় অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। রাকসুর ভোটের দিন বিনোদপুর, চারুকলা, মেহেরচন্ডী, কাজলা এলাকায় তারা এ অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখ যায়, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের বামে ক্যাম্পাসের প্রাচীরের পাশে সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি, যুব ও ছাত্রদলের নেতাকমীরা। দলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মতি শাহ’র মাজারের পাশেও অবস্থান নিয়েছে।
আর স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বিনোদপুর বাজারের ইসলামি ব্যাংকের সামনে। তাদের আরেকটি দল অবস্থান নিয়েছে কাজলা ফটকের উল্টো পাশে। এ ছাড়াও তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বরই বাগানে রান্নার আয়োজনও করেছেন।
সকাল থেকেই দুই দলের নেতা-কর্মীদের ক্যাম্পাসের আশেপাশের সড়কে মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।
তাদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান নাজির বলেন, ‘দীর্ঘ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে এলাকার উৎসুক জনতা আগ্রহ থেকে এখানে এসেছেন। আমাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই।’
বিনোদপুরে অবস্থান নেওয়া মহানগর যুবদল নেতা আরিফুজ্জামান বলেন, ‘এত বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচনের আগ্রহ থেকেই আমরা এখানে এসেছি। ওই পাশে খেয়াল করলেই দেখবেন জামায়াত ও শিবিরের নেতারা অবস্থান নিয়েছেন।’
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন একাধিক জায়গায় অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। রাকসুর ভোটের দিন বিনোদপুর, চারুকলা, মেহেরচন্ডী, কাজলা এলাকায় তারা এ অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখ যায়, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের বামে ক্যাম্পাসের প্রাচীরের পাশে সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি, যুব ও ছাত্রদলের নেতাকমীরা। দলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মতি শাহ’র মাজারের পাশেও অবস্থান নিয়েছে।
আর স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বিনোদপুর বাজারের ইসলামি ব্যাংকের সামনে। তাদের আরেকটি দল অবস্থান নিয়েছে কাজলা ফটকের উল্টো পাশে। এ ছাড়াও তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বরই বাগানে রান্নার আয়োজনও করেছেন।
সকাল থেকেই দুই দলের নেতা-কর্মীদের ক্যাম্পাসের আশেপাশের সড়কে মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।
তাদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান নাজির বলেন, ‘দীর্ঘ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে এলাকার উৎসুক জনতা আগ্রহ থেকে এখানে এসেছেন। আমাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই।’
বিনোদপুরে অবস্থান নেওয়া মহানগর যুবদল নেতা আরিফুজ্জামান বলেন, ‘এত বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচনের আগ্রহ থেকেই আমরা এখানে এসেছি। ওই পাশে খেয়াল করলেই দেখবেন জামায়াত ও শিবিরের নেতারা অবস্থান নিয়েছেন।’