অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান তার সহকর্মীদেরকে নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছিলেন মর্মে অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান তার সহকর্মীদেরকে নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছিলেন মর্মে অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।