image

আগুনে পুড়ল ১০ দোকান ও রিকশার গ্যারেজ

রোববার, ২৯ জানুয়ারী ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক:

রাজধানীর গেন্ডারিয়ায় পুকুরপাড় এলাকায় আগুন লেগে ১০ টি টিন শেড দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রোববার (২৯ জানুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, রোববার ভোর ৪টা ২১ মিনিটে গেন্ডারিয়ার পুকুরপাড়ে আগুনের ঘটনার খবর আসে। এরপর ৪টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে মোট চারটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে গেছে ছোট ছোট ১০টি টিন শেডের দোকান ও ১টি রিকশার গ্যারেজ। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

» ঢাকায় আন্তর্জাতিক ‘ছবি মেলা’, শুরু ১৬ জানুয়ারি

» মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে নিহত ২

» যুবককে কুপিয়ে হত্যা

» রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

সম্প্রতি