image

সিগন্যাল সিস্টেমে ত্রুটি: মেট্রোরেল চলাচলে বিঘ্ন

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

‘সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে’ রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

তবে মেট্রোরেলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা আজ সকাল পৌনে ৯টার দিকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়নি। সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছিল। এখন ঠিক হয়ে গেছে।

এর আগে গত বুধবার শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি