image

এমপি আনার হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পুলিশ

শনিবার, ০১ জুন ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

আজ শনিবার ডিবি প্রধান এমপি আনার হত্যাকান্ডের তদন্তে নেপাল যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে সাংবাদিকদের বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের মদতদাতা আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এরআগে শাহীন নেপালের কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া হত্যাকান্ডের পর অন্য আসামিরাও নেপালে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে আমরা সেখানে যাচ্ছি।’

হারুন অর রশীদ জানান, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়েই তদন্ত করতে আমরা সেখানে যাচ্ছি। ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে বলেও জানান তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি

» শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে কারাগারে নয়ন

সম্প্রতি