বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ করেছেন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আইনজীবীরা। মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি হাই কোর্টের মাজারগেটে পৌঁছালে পুলিশ ফটক আটকে দেয়। আইনজীবীরা ফটক অতিক্রমের চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী।
মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের টেলিগ্রামের মাধ্যমে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, “সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত,ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস‘ কর্মসূচি পালন করা হবে।“
ঘোষণায় দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবীসহ সব নাগরিককে তাদের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ৩১ জুলাই ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ করেছেন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আইনজীবীরা। মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি হাই কোর্টের মাজারগেটে পৌঁছালে পুলিশ ফটক আটকে দেয়। আইনজীবীরা ফটক অতিক্রমের চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী।
মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের টেলিগ্রামের মাধ্যমে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, “সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত,ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস‘ কর্মসূচি পালন করা হবে।“
ঘোষণায় দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবীসহ সব নাগরিককে তাদের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।