image

আনসার বাহিনীর আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই সদস্য গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

আনসার বাহিনীর সাম্প্রতিক আন্দোলনে ‘ইন্ধন’ দেওয়ার অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ মিয়া এবং মো. মিজানুর রহমান তুহিন, যাদের আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় থাকার অভিযোগ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সোহাগ মিয়াকে সাভার থেকে এবং মিজানুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে। সোহাগের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে এবং মিজানুরের বাড়ি কক্সবাজারে।

আনসার সদস্যরা সম্প্রতি চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমে ২৫ অগাস্ট সচিবালয় ঘেরাও করেন। এ সময় ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষের পর পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনার পর ঢাকার চারটি থানায় মামলা করেছে পুলিশ, যেখানে ৪২০ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুটি পোড়া লাশ উদ্ধার, এ নিয়ে ৫টি

» রাজধানীতে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

সম্প্রতি