আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, "মব জাস্টিস" এর নামে আইন নিজের হাতে তুলে নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের বক্তব্যে বলা হয়েছে, সম্প্রতি গণপিটুনির মাধ্যমে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ অপরাধীকে প্রচলিত আইনের আওতায় বিচার করার জন্য আহ্বান জানিয়েছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে নেই বলেও সতর্ক করেছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে "চোর সন্দেহে" পিটিয়ে হত্যার ঘটনা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তার মানসিক সমস্যা থাকা সত্ত্বেও তাকে নির্যাতন করা হয়, যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটেছে।
পুলিশ সব ধরনের অপরাধে জনগণের সহযোগিতা কামনা করে এবং জরুরি অবস্থায় ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করেছে।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, "মব জাস্টিস" এর নামে আইন নিজের হাতে তুলে নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের বক্তব্যে বলা হয়েছে, সম্প্রতি গণপিটুনির মাধ্যমে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ অপরাধীকে প্রচলিত আইনের আওতায় বিচার করার জন্য আহ্বান জানিয়েছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে নেই বলেও সতর্ক করেছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে "চোর সন্দেহে" পিটিয়ে হত্যার ঘটনা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তার মানসিক সমস্যা থাকা সত্ত্বেও তাকে নির্যাতন করা হয়, যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটেছে।
পুলিশ সব ধরনের অপরাধে জনগণের সহযোগিতা কামনা করে এবং জরুরি অবস্থায় ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করেছে।