image

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে মোট ৪৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী, র‌্যাব-২ ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে সরাসরি ছিনতায়ের জন্য ৩ জন, দোকানে ডাকাতির জন্য ২ জন এবং সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটকদের মধ্যে আসলাম ওরফে রুবেল ওরফে আলম নামে একজন শুক্রবার রাতে বসিলায় মিনি সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতির হোতা জানিয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম বলেন, আটকদের মধ্যে ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী, বাকি ৫ জন ছিনতাই-ডাকাতির সঙ্গে জড়িত।

আইন অনুযায়ী পরবর্তি ব্যবস্থার জন্য আটকদেরকে এরইমধ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুটি পোড়া লাশ উদ্ধার, এ নিয়ে ৫টি

» রাজধানীতে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

সম্প্রতি