আবু সাঈদ হত্যা মামলায় তদন্তের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ সাতজনের সম্পৃক্ততা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে রংপুরের একটি আদালত। সোমবার বিকেলে তাজহাট আমলি আদালতের বিচারক মো. আসাদুজ্জামান বাদীর করা আবেদনের ভিত্তিতে এই তদন্তের আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তাকে ওই সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে। আবু সাঈদের বড় ভাই রমজান আলী সিসিটিভি ফুটেজসহ প্রমাণাদির ভিত্তিতে অভিযোগ তুলে এই তদন্তের আবেদন করেছিলেন। তাঁর দাবি, হত্যা মামলায় মূল নির্দেশদাতাসহ কয়েকজন অভিযুক্তের নাম বাদ পড়েছিল।

বাদীপক্ষের আইনজীবী জানান, মামলায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ, ভিডিও ও স্থিরচিত্র আদালতে দাখিল করা হয়েছে। তদন্তে অভিযুক্তদের জড়িত থাকার প্রমাণ মিললে, ন্যায়বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি