যাত্রাবাড়ীর মাতুয়াইলে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৫০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
আজ মঙ্গলবার বেলা ১২টায় কলেজের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এখনও মামলা করিনি। আজকে হিসাব করছি- প্রাথমিক ধারণা ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আরও বেশি হতে পারে। আমরা আজ মামলা করব, মামলার প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, একটা শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে অতর্কিত হামলা কারোই কাম্য না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক ছাত্রদের নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। আমি প্রত্যেক ছাত্রদের অনুরোধ করবো কেউ যেন এ ধরণের ঘটনার সঙ্গে জড়িত না হয়।
তিনি বলেন, সোমবারের ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
সংঘাতের পেছনে কোনো রাজনৈতিক দলের সম্পৃকক্তা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ নয়ন বলেন, ছাত্রদের আন্দোলনই ছিল। আগেও কুচক্রী মহল ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কুচক্রী মহল এটার সুযোগ নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত কি না সেটা আমার জানা নেই।
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
যাত্রাবাড়ীর মাতুয়াইলে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৫০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
আজ মঙ্গলবার বেলা ১২টায় কলেজের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এখনও মামলা করিনি। আজকে হিসাব করছি- প্রাথমিক ধারণা ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আরও বেশি হতে পারে। আমরা আজ মামলা করব, মামলার প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, একটা শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে অতর্কিত হামলা কারোই কাম্য না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক ছাত্রদের নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। আমি প্রত্যেক ছাত্রদের অনুরোধ করবো কেউ যেন এ ধরণের ঘটনার সঙ্গে জড়িত না হয়।
তিনি বলেন, সোমবারের ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
সংঘাতের পেছনে কোনো রাজনৈতিক দলের সম্পৃকক্তা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ নয়ন বলেন, ছাত্রদের আন্দোলনই ছিল। আগেও কুচক্রী মহল ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কুচক্রী মহল এটার সুযোগ নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত কি না সেটা আমার জানা নেই।