image

হাসনাত আবদুল্লাহ: শেখ হাসিনা বাংলাদেশের কসাই

মিডিয়াকে গণহত্যাকারী হাসিনার ভাষণ প্রচারের অভিযোগ

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তাঁর ভাষণ যদি কোনো গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে সেই গণমাধ্যমকে শেখ হাসিনাকে সহযোগিতা হিসেবে দেখা উচিত।

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগের সময় শেষ হয়ে গেছে।

হাসনাত গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “মিডিয়াতে হাসিনা যদি এখনও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়, তাহলে গণমাধ্যম ফ্যাসিবাদী খুনি হাসিনাকে সহযোগিতা করছে।”

তিনি বলেন, “হাসিনা চ্যাপ্টার ও ছাত্রলীগ চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ করেছি। এরপর ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হাসিনার পুনর্বাসন হতে দেওয়া হবে না।”

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে একটি পোস্টে লেখা হয়েছে, “খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য মিডিয়াতে প্রচার হলে, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।”

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি