হাসনাত আবদুল্লাহ: শেখ হাসিনা বাংলাদেশের কসাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তাঁর ভাষণ যদি কোনো গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে সেই গণমাধ্যমকে শেখ হাসিনাকে সহযোগিতা হিসেবে দেখা উচিত।
আজ বুধবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগের সময় শেষ হয়ে গেছে।
হাসনাত গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “মিডিয়াতে হাসিনা যদি এখনও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়, তাহলে গণমাধ্যম ফ্যাসিবাদী খুনি হাসিনাকে সহযোগিতা করছে।”
তিনি বলেন, “হাসিনা চ্যাপ্টার ও ছাত্রলীগ চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ করেছি। এরপর ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হাসিনার পুনর্বাসন হতে দেওয়া হবে না।”
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে একটি পোস্টে লেখা হয়েছে, “খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য মিডিয়াতে প্রচার হলে, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।”
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা