চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
বুধবার সকাল ১০টা থেকে তারা কাজে যোগ না দেওয়ায় হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোর ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
একজন চিকিৎসক জানান, স্বাচিপপন্থী অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে চার মাস আগে পাবনা মেডিকেল কলেজে বদলি করা হয়। কিন্তু সম্প্রতি তাকে পুনরায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনায় কিছু চিকিৎসকের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে বুধবার চিকিৎসকরা পরিচালক কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে আলোচনায় গেলে হট্টগোল হয়। পরে ৪০২ নম্বর কক্ষে বৈঠকের সময় কর্মচারীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
কর্মবিরতিতে থাকা এক চিকিৎসক বলেন, “পরিচালক স্যার কর্মচারীদের লেলিয়ে দিয়েছেন। আউটসোর্সিংয়ের কর্মচারীরা আউটডোর বন্ধ করে দেয় ও স্লোগান দেয়। এমনকি একজন ড্যাবপন্থি চিকিৎসকের কক্ষে তালা লাগাতে চেয়েছিল তারা।”
হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু হয়। পরে দুপুরের দিকে আউটডোর ও জরুরি বিভাগের কার্যক্রম চালু হলেও অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ ও উপ-পরিচালক ডা. বদরুল আলম মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
বুধবার সকাল ১০টা থেকে তারা কাজে যোগ না দেওয়ায় হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোর ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
একজন চিকিৎসক জানান, স্বাচিপপন্থী অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে চার মাস আগে পাবনা মেডিকেল কলেজে বদলি করা হয়। কিন্তু সম্প্রতি তাকে পুনরায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনায় কিছু চিকিৎসকের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে বুধবার চিকিৎসকরা পরিচালক কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে আলোচনায় গেলে হট্টগোল হয়। পরে ৪০২ নম্বর কক্ষে বৈঠকের সময় কর্মচারীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
কর্মবিরতিতে থাকা এক চিকিৎসক বলেন, “পরিচালক স্যার কর্মচারীদের লেলিয়ে দিয়েছেন। আউটসোর্সিংয়ের কর্মচারীরা আউটডোর বন্ধ করে দেয় ও স্লোগান দেয়। এমনকি একজন ড্যাবপন্থি চিকিৎসকের কক্ষে তালা লাগাতে চেয়েছিল তারা।”
হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু হয়। পরে দুপুরের দিকে আউটডোর ও জরুরি বিভাগের কার্যক্রম চালু হলেও অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ ও উপ-পরিচালক ডা. বদরুল আলম মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।