জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বাড়ানো। জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
রাজধানীর গুলশানে ইয়ং ক্লাইমেট একশন নেটওয়ার্ক(ইউকন) এর উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট স্কুল ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহায়তায় ‘ইউকন ক্লাইমেট রিডারশীপ এ্যান্ড এডভোকেসি’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।
কর্মশালার অন্যতম প্রধান ফ্যাসিলিটেটর একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। যিনি গণমাধ্যম ও জলবায়ু অ্যাডভোকেসির শক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘তথ্য-আদান প্রদান করে তরুণ জলবায়ু কর্মীরা গণমাধ্যমের পাশে থাকতে পারে। তবে, জলবায়ু কর্মীদের খেয়াল রাখতে হবে তারা যেন কোন ধরনের ভুল তথ্য গণমাধ্যমকে না দেয়।’
ব্রাইটার্সের ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান সিয়াম বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি আন্তজাতিক সমস্যা। আন্তজাতিক ভূ-রাজনীতির একটি বড় অংশ এখন জলবায়ু পরিবর্তন।’
কর্মশালাটি পরিচালনা করেন ইউকন এর ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস জানান, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এই কর্মশালার মাধ্যমে আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি বাস্তবভিত্তিক সমাধানের পথ দেখাচ্ছি।
অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতায় বলেন, কর্মশালার মাধ্যমে তারা জলবায়ু অ্যাডভোকেসির ক্ষেত্রে নতুন কৌশল ও দক্ষতা অর্জন করা যা তাদের ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে কার্যকর পরিবর্তন আনতে সহায়তা করবে।
কর্মশালায় একশনএইড বাংলাদেশের ইয়ুথ হাব মোবিলাইজেশন ও গ্লোবাল প্লাটফর্ম এর প্রোগ্রাম অফিসার দেওয়ান ওবায়দুল্লাহ আল ইমন, বাংলাদেশ ইয়ুথ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ফায়েজ বেলাল উপস্থিত ছিলেন।
কর্মশালায় জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের শক্তিশালী আন্দোলনে যুক্ত করতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বাড়ানো। জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
রাজধানীর গুলশানে ইয়ং ক্লাইমেট একশন নেটওয়ার্ক(ইউকন) এর উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট স্কুল ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহায়তায় ‘ইউকন ক্লাইমেট রিডারশীপ এ্যান্ড এডভোকেসি’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।
কর্মশালার অন্যতম প্রধান ফ্যাসিলিটেটর একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। যিনি গণমাধ্যম ও জলবায়ু অ্যাডভোকেসির শক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘তথ্য-আদান প্রদান করে তরুণ জলবায়ু কর্মীরা গণমাধ্যমের পাশে থাকতে পারে। তবে, জলবায়ু কর্মীদের খেয়াল রাখতে হবে তারা যেন কোন ধরনের ভুল তথ্য গণমাধ্যমকে না দেয়।’
ব্রাইটার্সের ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান সিয়াম বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি আন্তজাতিক সমস্যা। আন্তজাতিক ভূ-রাজনীতির একটি বড় অংশ এখন জলবায়ু পরিবর্তন।’
কর্মশালাটি পরিচালনা করেন ইউকন এর ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস জানান, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এই কর্মশালার মাধ্যমে আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি বাস্তবভিত্তিক সমাধানের পথ দেখাচ্ছি।
অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতায় বলেন, কর্মশালার মাধ্যমে তারা জলবায়ু অ্যাডভোকেসির ক্ষেত্রে নতুন কৌশল ও দক্ষতা অর্জন করা যা তাদের ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে কার্যকর পরিবর্তন আনতে সহায়তা করবে।
কর্মশালায় একশনএইড বাংলাদেশের ইয়ুথ হাব মোবিলাইজেশন ও গ্লোবাল প্লাটফর্ম এর প্রোগ্রাম অফিসার দেওয়ান ওবায়দুল্লাহ আল ইমন, বাংলাদেশ ইয়ুথ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ফায়েজ বেলাল উপস্থিত ছিলেন।
কর্মশালায় জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের শক্তিশালী আন্দোলনে যুক্ত করতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।