রিকশা চলাচল নিষিদ্ধ সড়কগুলোতে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রবেশমুখে ‘রিকশা ট্র্যাপার’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ট্র্যাপার বসানো হলে কোনো রিকশা সেগুলো পার হতে গেলে লোহার খাঁজে চাকা আটকে যাবে।
প্রাথমিকভাবে রমনা এলাকার কয়েকটি সড়কে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এটি কার্যকর হলে পর্যায়ক্রমে অন্যান্য নিষিদ্ধ সড়কেও বসানো হবে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
শনিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির বেইলি রোড এলাকায় গিয়ে দেখা গেছে, রমনা থানার সামনে সড়কের দুপাশে পুলিশ সদস্যরা ট্র্যাপার স্থাপন করছেন। ফলে এলিফ্যান্ট রোড বা পরিবাগ থেকে কোনো রিকশা ওই সড়কে প্রবেশ করতে পারবে না।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অতীতে ঢাকার কিছু সড়কে এ ধরনের ট্র্যাপার বসানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অকেজো হয়ে গিয়েছিল। এবার নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলো কার্যকর রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকায় অনুমোদিত ও অননুমোদিত মিলিয়ে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে। মূল সড়কে রিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়ম না মানার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটে। নতুন এই উদ্যোগ ঢাকার সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শনিবার, ২২ মার্চ ২০২৫
রিকশা চলাচল নিষিদ্ধ সড়কগুলোতে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রবেশমুখে ‘রিকশা ট্র্যাপার’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ট্র্যাপার বসানো হলে কোনো রিকশা সেগুলো পার হতে গেলে লোহার খাঁজে চাকা আটকে যাবে।
প্রাথমিকভাবে রমনা এলাকার কয়েকটি সড়কে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এটি কার্যকর হলে পর্যায়ক্রমে অন্যান্য নিষিদ্ধ সড়কেও বসানো হবে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
শনিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির বেইলি রোড এলাকায় গিয়ে দেখা গেছে, রমনা থানার সামনে সড়কের দুপাশে পুলিশ সদস্যরা ট্র্যাপার স্থাপন করছেন। ফলে এলিফ্যান্ট রোড বা পরিবাগ থেকে কোনো রিকশা ওই সড়কে প্রবেশ করতে পারবে না।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অতীতে ঢাকার কিছু সড়কে এ ধরনের ট্র্যাপার বসানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অকেজো হয়ে গিয়েছিল। এবার নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলো কার্যকর রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকায় অনুমোদিত ও অননুমোদিত মিলিয়ে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে। মূল সড়কে রিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়ম না মানার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটে। নতুন এই উদ্যোগ ঢাকার সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।