ভোটের পাঁচ বছরের বেশি সময় পর আদালতের রায় অনুযায়ী বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর ইসি এ গেজেট প্রকাশ করে। নতুন মেয়রের শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার বিভাগে গেজেটের কপি পাঠানো হয়েছে।
এর আগে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিজয়ী ঘোষণা এবং তার গেজেটও বাতিল করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণে নৌকা প্রতীক নিয়ে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে তাপস সোয়া চার লাখ ভোট পেলেও ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট।
ভোটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে ২০২০ সালের ৩ মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং মেয়র তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো ঢাকার দুই মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম