alt

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

# কর্মসূচি দিলেন দুই বিএনপি নেতা

# সড়ক উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দ সাক্ষাৎ

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকার চেয়ে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী রোববার এক ঘণ্টা সিলেট নগরের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি যানবাহনে কর্মবিরতি, প্রতীকী অনশন এবং পরদিন সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে। সিলেটে পরপর দুই দিন পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করেছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা।তারা হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। এর আগে তিনি বৃহস্পতিবার রাত নয়টায় তার বাসভবনে এক বৈঠক করেন। এতে নগরের সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাসহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আরিফুল হকের প্রস্তাব অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা; সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি জানানো হয়। এ ছাড়া সিলেটের অভ্যন্তরীণ নাজুক যোগাযোগব্যবস্থারও দ্রুত প্রতিকার চাওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, প্রতীকী ধর্মঘট চলাকালে নগরের প্রতিটি বিপণিবিতান ও দোকান ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ওই এক ঘণ্টা নগরে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। সিলেটবাসী ওই দিন নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘণ্টার জন্য অবস্থান নিয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাবেন। পরে ১৫ দিনের জন্য আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ হবে। ওই সময়ের মধ্যে প্রতিকার না পেলে সিলেটবাসী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন। এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন। আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে তিন–চার ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। দ্রুত এ সমস্যার সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।

এদিকে

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেটে নির্বাচনী এলাকায় বিভিন্ন সড়ক সংস্কার, সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সিলেটের বাসিন্দা জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা সচিবালয়ের সামনের সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। তারা সবাই সিলেটের বিভিন্ন আসনে জামায়াত ঘোষিত প্রার্থী। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আপনারা জানেন ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘদিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজ করছে তাদের যথেষ্ট মনোযোগের অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, তারা খুবই দুর্ভোগ পোহান। ৮ ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। তিনি বলেন, আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি- যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করা। এ হাইওয়েতে দীর্ঘ যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তিনি সেখানে সরেজমিনে গিয়েছিলেন। কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি তার এই নির্দেশনায়, সবার সহযোগিতায় সিলেটবাসী বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, ভয়ংকর যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে।মহাসড়কের কাজ চলাকালীন সিলেটে ট্রেনের সংখ্যা বা বগি বাড়ানোর দাবি জানানো হয়েছে জানিয়ে এ জামায়াত নেতা বলেন, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিদ্যমান যে সময় আছে এ সময়ের মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করবেন। সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করছেন।ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আপনারা জানেন জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণে সক্রিয় থাকে। সেজন্যে আজ আমরা চারজন এসেছিলাম। আমার সিলেট-৬ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকার অধিকাংশ মানুষ প্রবাসে থাকেন। এটি প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ এলাকা। আমাদের এখান থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু আমরা এখনো সেখানে গ্যাস পাচ্ছি না।এই দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুনভাবে বিধ্বস্ত- মন্তব্য করে তিনি বলেন, আজ আমি দুটি ব্রিজের কথা বলে আসছি। একটি হলো শরীফগঞ্জ-বীরগঞ্জ কুশিয়ারা নদীর ওপর, বিগত ৫০ বছর ধরে এখানে ব্রিজ দেওয়া হবে বলে সময় পার করা হচ্ছে। আজ আমরা এটি উপদেষ্টাকে জোরালোভাবে বলেছি। তিনি বলেছেন এটি জরুরি ভিত্তিতে দেখবেন। আরেকটি ব্রিজ সুরমা নদীর ওপর। এর পেছনে আমি লেগেই থাকব চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত।শিশির মনির বলেন, দিরাই ও শাল্লা নিয়ে সুনামগঞ্জ-২ আসন। সেখানে একটি বড় ধরনের সেতুর কাজ আছে। সেটি হল চন্ডিগড় ব্রিজ। এটি সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর থানার সংযোগ স্থল। সেতুটি যদি হয় তাহলে প্রায় ১৫ লাখ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আগেও এটি নিয়ে উদ্যোগ নিয়েছি। প্রধান প্রকৌশলী সঙ্গে দেখা করেছি। আশা করছি এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছর ধরে চলছে। এতে সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট তীব্র রূপ নিয়েছে। কাজটি করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ওই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশে ফিরে যান। তিন মাস পর তাঁরা বাংলাদেশে ফিরে কাজ শুরু করেন। এর মধ্যে তাঁদের অনেক মালামাল খোয়া যায়। এতে কাজের গতি কমে যায়।

ছবি

বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থানে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার

ছবি

পুলিশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে

ছবি

ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ছবি

বাধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর গেন্ডারিয়ায়ও ক‌রা যায়নি ‘শরৎ উৎসব’

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন থেকে সিলেট যাওয়া যাত্রী

ছবি

এফডিসি মোড়ে যাত্রীবাহী বাসে ‘অজ্ঞানপার্টি’ সন্দেহে পাঁচজনকে গণপিটুনি

ছবি

মৌচাকে দোকান থে‌কে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অ‌ভি‌যোগ

ছবি

ভেন্টিলেশন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার

ছবি

ঢাকায় ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে বঞ্চিতদের বিক্ষোভ

ছবি

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণপিটুনি, পুলিশ হেফাজতে হাসপাতালে

সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব

ছবি

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ছবি

রাজধানীর মিরপুরে বাসে আগুন

ছবি

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শুরু, সদরঘাটে কঠোর নিরাপত্তা

ছবি

রাতভর বৃষ্টিতে ডুবলো রাজধানী, জলাবদ্ধতায় ভোগান্তি

ছবি

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতার সতর্কতা

ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আইজিপি

ছবি

মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে মহা আয়োজনে হলো কুমারী পূজা

ছবি

কামাল মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদার ৫ দিনের রিমান্ডে

হাইকোর্টে স্থগিতাদেশ, বিসিবি নির্বাচনে আপাতত বাধা নেই

ছবি

বিদেশযাত্রায় বাধা পেয়ে বিস্মিত সোহেল তাজ

ছবি

দেবপ্রিয় ভট্টাচার্য: নখদন্তহীন মানবাধিকার কমিশন চাই না

ছবি

ভাষানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সভা ও কমিটি গঠন

ছবি

উত্তরায় লাইব্রেরি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ছবি

গুলিস্তান মিছিল: আইনজীবী রফিকুল আলম চৌধুরী কারাগারে

কারওয়ান বাজারে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটে ৩৮ স্থানে ব্যটারি রিকশায় অবৈধভাবে চার্জ, অভিযানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

ছবি

ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগে শিক্ষকদের মানববন্ধন

সিলেটে ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শরু

ছবি

বংশালে সড়কে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ছবি

সকালের বৃষ্টিতে ডুবল ঢাকা, দুর্ভোগে নগরবাসী

ছবি

মোহাম্মদপুর জেনিভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৪০ জন গ্রেপ্তার

ছবি

উত্তরায় নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীসহ দুইজন গ্রেপ্তার

ছবি

কদমরসুল সেতু নিয়ে মতবিনিময় সভা: “সেতু চাই, ভোগান্তি নয়”

tab

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

# কর্মসূচি দিলেন দুই বিএনপি নেতা

# সড়ক উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দ সাক্ষাৎ

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকার চেয়ে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী রোববার এক ঘণ্টা সিলেট নগরের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি যানবাহনে কর্মবিরতি, প্রতীকী অনশন এবং পরদিন সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে। সিলেটে পরপর দুই দিন পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করেছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা।তারা হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। এর আগে তিনি বৃহস্পতিবার রাত নয়টায় তার বাসভবনে এক বৈঠক করেন। এতে নগরের সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাসহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আরিফুল হকের প্রস্তাব অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা; সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি জানানো হয়। এ ছাড়া সিলেটের অভ্যন্তরীণ নাজুক যোগাযোগব্যবস্থারও দ্রুত প্রতিকার চাওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, প্রতীকী ধর্মঘট চলাকালে নগরের প্রতিটি বিপণিবিতান ও দোকান ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ওই এক ঘণ্টা নগরে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। সিলেটবাসী ওই দিন নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘণ্টার জন্য অবস্থান নিয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাবেন। পরে ১৫ দিনের জন্য আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ হবে। ওই সময়ের মধ্যে প্রতিকার না পেলে সিলেটবাসী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন। এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন। আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে তিন–চার ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। দ্রুত এ সমস্যার সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।

এদিকে

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেটে নির্বাচনী এলাকায় বিভিন্ন সড়ক সংস্কার, সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সিলেটের বাসিন্দা জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা সচিবালয়ের সামনের সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। তারা সবাই সিলেটের বিভিন্ন আসনে জামায়াত ঘোষিত প্রার্থী। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আপনারা জানেন ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘদিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজ করছে তাদের যথেষ্ট মনোযোগের অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, তারা খুবই দুর্ভোগ পোহান। ৮ ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। তিনি বলেন, আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি- যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করা। এ হাইওয়েতে দীর্ঘ যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তিনি সেখানে সরেজমিনে গিয়েছিলেন। কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি তার এই নির্দেশনায়, সবার সহযোগিতায় সিলেটবাসী বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, ভয়ংকর যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে।মহাসড়কের কাজ চলাকালীন সিলেটে ট্রেনের সংখ্যা বা বগি বাড়ানোর দাবি জানানো হয়েছে জানিয়ে এ জামায়াত নেতা বলেন, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিদ্যমান যে সময় আছে এ সময়ের মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করবেন। সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করছেন।ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আপনারা জানেন জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণে সক্রিয় থাকে। সেজন্যে আজ আমরা চারজন এসেছিলাম। আমার সিলেট-৬ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকার অধিকাংশ মানুষ প্রবাসে থাকেন। এটি প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ এলাকা। আমাদের এখান থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু আমরা এখনো সেখানে গ্যাস পাচ্ছি না।এই দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুনভাবে বিধ্বস্ত- মন্তব্য করে তিনি বলেন, আজ আমি দুটি ব্রিজের কথা বলে আসছি। একটি হলো শরীফগঞ্জ-বীরগঞ্জ কুশিয়ারা নদীর ওপর, বিগত ৫০ বছর ধরে এখানে ব্রিজ দেওয়া হবে বলে সময় পার করা হচ্ছে। আজ আমরা এটি উপদেষ্টাকে জোরালোভাবে বলেছি। তিনি বলেছেন এটি জরুরি ভিত্তিতে দেখবেন। আরেকটি ব্রিজ সুরমা নদীর ওপর। এর পেছনে আমি লেগেই থাকব চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত।শিশির মনির বলেন, দিরাই ও শাল্লা নিয়ে সুনামগঞ্জ-২ আসন। সেখানে একটি বড় ধরনের সেতুর কাজ আছে। সেটি হল চন্ডিগড় ব্রিজ। এটি সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর থানার সংযোগ স্থল। সেতুটি যদি হয় তাহলে প্রায় ১৫ লাখ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আগেও এটি নিয়ে উদ্যোগ নিয়েছি। প্রধান প্রকৌশলী সঙ্গে দেখা করেছি। আশা করছি এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছর ধরে চলছে। এতে সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট তীব্র রূপ নিয়েছে। কাজটি করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ওই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশে ফিরে যান। তিন মাস পর তাঁরা বাংলাদেশে ফিরে কাজ শুরু করেন। এর মধ্যে তাঁদের অনেক মালামাল খোয়া যায়। এতে কাজের গতি কমে যায়।

back to top