রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘ইট সংগ্রহে’ আসা ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫)সকাল সোয়া ১০টার দিকে তাকে হেফাজতে নেয়ার কথা বলেছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটির অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়নি পুলিশের কাছে। তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার তারিকুজ্জামান।
তিনি বলেন, ‘সেখানে অনেক ধরনের মানুষ আছে, সিভিলিয়ান অনেকে আছে। সেখানে আসার পর তার জন্য হার্মফুল কিছু হতে পারে বিবেচনায় আমরা তাকে হেফাজতে নিয়ে এসেছি। ‘পরে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে একজন কালেক্টর। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করা তার শখ। সে ময়নামতিসহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করেছে বলে জানতে পেরেছি। জুলাই সনদের কপিও তার সংগ্রহে রয়েছে, ৩২ নম্বরে এসেছিল কালেক্ট করার উদ্দেশ্যেই।’
তার কাছে একটি ইট পাওয়া গেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি। তার বাবা-মাকে খবর দেয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে তাকে দিয়ে দেয়া হবে। ‘ছোট মানুষ, পুলিশ হেফাজতে নেয়ার পর একা ছেড়ে দিলে পথে আবার যদি কোনো সমস্যা হয়, তাই অভিভাবকরা আসলে তাদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’
আটক কিশোর একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে বসবাস করে ছেলেটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যান্ট-কোট-টাই পরা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার ব্যাগে কেন ইট সেটি জানতে চাওয়া হয়। তখন বিভিন্ন জায়গা থেকে নানাকিছু সংগ্রহ করার কথা জানায় ওই কিশোর। ৩২ নম্বরের বাড়ি থেকে একটি ইট সংগ্রহে রাখার জন্যই নিয়েছে বলেও জানিয়েছে ছেলেটি। একপর্যায়ে লোকজনের ভিড় থেকে পুলিশের গাড়িতে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার ৬ মাস পূর্তির দিন গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়া হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘ইট সংগ্রহে’ আসা ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫)সকাল সোয়া ১০টার দিকে তাকে হেফাজতে নেয়ার কথা বলেছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটির অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়নি পুলিশের কাছে। তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার তারিকুজ্জামান।
তিনি বলেন, ‘সেখানে অনেক ধরনের মানুষ আছে, সিভিলিয়ান অনেকে আছে। সেখানে আসার পর তার জন্য হার্মফুল কিছু হতে পারে বিবেচনায় আমরা তাকে হেফাজতে নিয়ে এসেছি। ‘পরে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে একজন কালেক্টর। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করা তার শখ। সে ময়নামতিসহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করেছে বলে জানতে পেরেছি। জুলাই সনদের কপিও তার সংগ্রহে রয়েছে, ৩২ নম্বরে এসেছিল কালেক্ট করার উদ্দেশ্যেই।’
তার কাছে একটি ইট পাওয়া গেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি। তার বাবা-মাকে খবর দেয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে তাকে দিয়ে দেয়া হবে। ‘ছোট মানুষ, পুলিশ হেফাজতে নেয়ার পর একা ছেড়ে দিলে পথে আবার যদি কোনো সমস্যা হয়, তাই অভিভাবকরা আসলে তাদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’
আটক কিশোর একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে বসবাস করে ছেলেটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যান্ট-কোট-টাই পরা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার ব্যাগে কেন ইট সেটি জানতে চাওয়া হয়। তখন বিভিন্ন জায়গা থেকে নানাকিছু সংগ্রহ করার কথা জানায় ওই কিশোর। ৩২ নম্বরের বাড়ি থেকে একটি ইট সংগ্রহে রাখার জন্যই নিয়েছে বলেও জানিয়েছে ছেলেটি। একপর্যায়ে লোকজনের ভিড় থেকে পুলিশের গাড়িতে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার ৬ মাস পূর্তির দিন গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়া হয়।