রাজধানীতে আজকের ভূমিকম্পে আহত হয়ে ঢাকাবাসীর বড় একটি অংশ চিকিৎসা নিতে ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দিনজুড়ে হাসপাতালের জরুরি বিভাগে মোট ৬৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন। তাদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে
ক্যাজুয়ালটি বিভাগে ২ জন,
নিউরো সার্জারি বিভাগে ২ জন,
অর্থোপেডিকস বিভাগে ৩ জন
ভর্তি রয়েছেন। এছাড়া একজন রোগীকে ভর্তি করা হয়েছিল আইসিইউতে।
আইসিইউতে ভর্তি ওই রোগী গুরুতর মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাকে জরুরি ভিত্তিতে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। তবে বিকেলের দিকে তিনি মারা যান। এছাড়া আরও একজনকে হাসপাতালের নিয়ে আসার আগেই মৃত অবস্থায় (ব্রট ডেড) আনা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাবের একাধিক চিকিৎসক টিম প্রস্তুত ছিল। সন্ধ্যায় ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল আহতদের দেখতে এবং চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে আসেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) এবং জরুরি বিভাগের মেডিকেল অফিসার।
ভূমিকম্পে আহতদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা। আহতদের মধ্যে একজন রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগীর হালকা ধরনের আঘাত ছিল। তাদের শরীরে ঘষা লেগে যাওয়া (abrasion), ফোলা (bruise) এবং কেটে যাওয়া (laceration) ধরনের ক্ষত পাওয়া গেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
রাজধানীতে আজকের ভূমিকম্পে আহত হয়ে ঢাকাবাসীর বড় একটি অংশ চিকিৎসা নিতে ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দিনজুড়ে হাসপাতালের জরুরি বিভাগে মোট ৬৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন। তাদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে
ক্যাজুয়ালটি বিভাগে ২ জন,
নিউরো সার্জারি বিভাগে ২ জন,
অর্থোপেডিকস বিভাগে ৩ জন
ভর্তি রয়েছেন। এছাড়া একজন রোগীকে ভর্তি করা হয়েছিল আইসিইউতে।
আইসিইউতে ভর্তি ওই রোগী গুরুতর মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাকে জরুরি ভিত্তিতে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। তবে বিকেলের দিকে তিনি মারা যান। এছাড়া আরও একজনকে হাসপাতালের নিয়ে আসার আগেই মৃত অবস্থায় (ব্রট ডেড) আনা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাবের একাধিক চিকিৎসক টিম প্রস্তুত ছিল। সন্ধ্যায় ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল আহতদের দেখতে এবং চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে আসেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) এবং জরুরি বিভাগের মেডিকেল অফিসার।
ভূমিকম্পে আহতদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা। আহতদের মধ্যে একজন রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগীর হালকা ধরনের আঘাত ছিল। তাদের শরীরে ঘষা লেগে যাওয়া (abrasion), ফোলা (bruise) এবং কেটে যাওয়া (laceration) ধরনের ক্ষত পাওয়া গেছে।