রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিরহাজীরবাগ এক বাসায় চুরির অভিযোগে গণপিটুনিতে বাপ্পি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার চুরি হওয়া বাসার নারী সাংবাদিক ফৌজিয়া রওশন প্রীতি ও তার ছেলে ইনানসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় প্রীতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রীতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিলেন।
জানা গেছে, মিরহাজীরবাগ এলাকায় স্বপরিবারে বসবাস করেন ফৌজিয়া রওশন ওরফে প্রীতি। গত ১১ নভেম্বর প্রীতির বাসার জানালার পাশে থাকা ভ্যানিটি ব্যাগ চুরি হয়। ব্যাগে মোবাইল ফোন, মুল্যবান জিনিষপত্রসহ বেশকিছু টাকাও ছিল। ঘটনাটি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা চোর সন্দেহে বাপ্পি নামের এক যুবককে তার বাসা থেকে ডেকে এনে জিজ্ঞসাবাদ করে। এসময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক বাপ্পিকে বেদম মারধর করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় একটি মহল উদ্দেশ্যপ্রনোদিতভাবে প্রীতিকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রীতির পরিবার বলছে, বাপ্পির মৃত্যু অবশ্যই অনাকাঙ্খিত। তাবে তার মারপিটের সঙ্গে প্রীতির কোন সংশ্লিষ্টতা ছিল না। প্রীতির বাসায় চুরি হয়েছে বলে তাকেই মামলার আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইও যাত্রাবাড়ি থানার এসআই আসাদ জুয়েল বলেন, ঘটনাটির সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিরহাজীরবাগ এক বাসায় চুরির অভিযোগে গণপিটুনিতে বাপ্পি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার চুরি হওয়া বাসার নারী সাংবাদিক ফৌজিয়া রওশন প্রীতি ও তার ছেলে ইনানসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় প্রীতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রীতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিলেন।
জানা গেছে, মিরহাজীরবাগ এলাকায় স্বপরিবারে বসবাস করেন ফৌজিয়া রওশন ওরফে প্রীতি। গত ১১ নভেম্বর প্রীতির বাসার জানালার পাশে থাকা ভ্যানিটি ব্যাগ চুরি হয়। ব্যাগে মোবাইল ফোন, মুল্যবান জিনিষপত্রসহ বেশকিছু টাকাও ছিল। ঘটনাটি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা চোর সন্দেহে বাপ্পি নামের এক যুবককে তার বাসা থেকে ডেকে এনে জিজ্ঞসাবাদ করে। এসময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক বাপ্পিকে বেদম মারধর করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় একটি মহল উদ্দেশ্যপ্রনোদিতভাবে প্রীতিকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রীতির পরিবার বলছে, বাপ্পির মৃত্যু অবশ্যই অনাকাঙ্খিত। তাবে তার মারপিটের সঙ্গে প্রীতির কোন সংশ্লিষ্টতা ছিল না। প্রীতির বাসায় চুরি হয়েছে বলে তাকেই মামলার আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইও যাত্রাবাড়ি থানার এসআই আসাদ জুয়েল বলেন, ঘটনাটির সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।