খিলগাঁও ফ্লাইওভার

গাড়ীর ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

রোববার, ২৬ জুন ২০২২
মেডিকেল বার্তা পরিবেশক

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শাওন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওনের বাবা সিরাজ মিয়া বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে সে বাইরে বের হয়। পরে খবর পেলাম সে খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, আমার ছেলে আর নেই। তিনি আরও বলেন, আমরা বর্তমানে সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রাতেই সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি