রাজধানীর উত্তরার খামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়ে গ্যারেজ মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২৩), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন (২৬)। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৯০-৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা-ই আশংকাজনক। তিনি আরও জানান, এ ঘটনায় মো. গাজী মাজহারুল ইসলামের শরীরের ৩২ শতাংশ, মো. মিজানের ৯৫ শতাংশ, মো. নূর হোসেনের ৯৫ শতাংশ, মো. আলম মিয়ার ৭০ শতাংশ, মো. মাসুম মিয়ার ৯৫ শতাংশ, মো. আল-আমিনের ৭৫ শতাংশ, মো. শরিফুল ইসলামের ৮০ শতাংশ ও মো শাহিনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে।
ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা ৮ জন গুরুতর আহত হন।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা