alt

১৫ বছর ধরে বিমানবন্দরে সক্রিয় এক ‘অজ্ঞান পার্টি’

তিনশ’র বেশি প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ০২ অক্টোবর ২০২২

১৫ বছর ধরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় একটি চক্র। যাদের কাজ বিদেশ ফেরত যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে সর্বস্ব লুটে নেয়া। এই চক্র এমন যাত্রীকে টার্গেট করত যার জন্য বিমানবন্দরে কোন আত্মীয়-স্বজন যায়নি, বা গাড়ি নিয়ে কেউ অপেক্ষা করছে না।

আর এই চক্রের নেতৃত্বে আছেন আমির হোসেন, যে বিমানবন্দরের উল্টো দিকে একটি ফাস্টফুডের দোকানে ১৫ বছর ধরে কাজ করছেন। ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে এক প্রবাসীর সর্বস্ব হারানোর ঘটনা তদন্ত করতে গিয়ে আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাবব। আর তারপরই এই চক্রের খবর প্রকাশ্যে এলো।

গত ১৫ বছরে তিনশ’র বেশি প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুটে নিয়েছে এই চক্র। আর আমিরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলাও রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন ৫১ বছর বয়সী আমিরের বাড়ি বরিশালে। মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছে সে।

মঈন বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন ও বাসস্ট্যান্ডকেন্দ্রিক অজ্ঞান পার্টি চক্রের নেতৃত্বে এখন আমির। সে কখনো বিদেশে যাননি। কিন্তু বিমানবন্দর এলাকায় সবসময় একটি পাসপোর্ট হাতে ঘোরেন। তার সঙ্গে লাগেজ থাকে। লাগেজের ওপর স্টিকার লাগানো থাকে যাতে মনে হয় তিনি বিদেশ থেকে ফিরলেন।

আমিরের সঙ্গে গ্রেপ্তার মো. লিটন মিয়া ওরফে মিল্টন (৪৮) একজন মাইক্রোবাস চালক, তার বাড়িও বরিশাল। আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ (৩৫) গয়নার ব্যবসায়ী, তার বাড়ি ফেনী। আর জাকির হোসেন (৪০) পেশায় ছাপাখানার কর্মী। তার বাড়ি পটুয়াখালী।

কমান্ডার মঈন রোববার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চক্রের সদস্য সংখ্যা আট থেকে ১০ জনের মতো। তাদের অনেকেই এখন কারাগারে। জেল থেকে বের হয়ে তারা আবার একই পেশায় নামেন। তারা মূলত বিদেশ থেকে আসা সেসব প্রবাসীদের টার্গেট করতেন, যাদের নেয়ার জন্য কোন আত্মীয়-স্বজন বিমানবন্দরে আসেননি।’

তাদের কাছ থেকে মোবাইল ফোন, প্রবাসীদের অচেতন করার নেশাজাতীয় ট্যাবলেট এবং লাগেজ ও লুটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ গলানো হয়েছে।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর কুয়েতফেরত এক প্রবাসীর মালামাল লুট করে চক্রটি। সেদিন ভোরে বিমানবন্দরে নেমে বগুড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রবাসী। এরপরই চক্রের একজন সদস্য বিমানবন্দরে ওই প্রবাসীকে অনুসরণ করে এবং তার সঙ্গে আলাপ জমান।

র‌্যাব বলছে, ওই প্রবাসী উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে কাউন্টারে টিকেট কাটতে যান। ততক্ষণে ওই প্রবাসীর বিশ্বাস অর্জন করেন চক্রের সেই সদস্য। আর তখন লাগেজ ও পাসপোর্ট হাতে দৃশ্যপটে হাজির হন আমির। মাত্র কুয়েত থেকে এসেছেন এমন পরিচয় দিয়ে আমির বলেন, তারও গন্তব্যও বগুড়া।

নিজের কথা বিশ্বাসযোগ্য করতে আমির পকেট থেকে কুয়েতি মুদ্রা বের করে দেখান। নিজের সহযোগীদের ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিচয় করিয়ে দেন ওই প্রবাসীর সঙ্গে।

এরপর তারা বলেন যে, তাদের কাছে অতিরিক্ত একটি বাসের টিকেট আছে। তাদের একজন আত্মীয় যাওয়ার কথা ছিল বলে কাটা হয়েছিল, কিন্তু তিনি যাচ্ছেন না। ওই প্রবাসী চাইলে তাদের সঙ্গে যেতে পারেন, জিজ্ঞাসাবাদের সূত্রে জানান র‌্যাব কর্মকর্তা মঈন।

তাদের প্রস্তাবে প্রবাসী রাজি হয়ে গেলে তারা উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড থেকে বগুড়াগামী একটি বাসে উঠে বসেন। আমির ও ওই প্রবাসী পাশাপাশি আসনে বসেন। গ্রেপ্তার লিটন মিয়া পাশের আরেকটি আসনে বসেন। বাস চলতে শুরু করলে চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে প্রবাসীকে অজ্ঞান করে ফেলেন আমির।

গ্রেপ্তারদের ‘স্বীকারোক্তির’ উদ্ধৃতি দিয়ে কমান্ডার মঈন জানান, এরপর ওই প্রবাসীর পকেট থেকে বাসের লাগেজ ট্যাগ বের নেন তারা। সিরাজগঞ্জ এলাকায় তার লাগেজ নিয়ে বাস থেকে নেমে যান আমির ও লিটন মিয়া। এরপর বাসের সুপারবাইজার প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে বিষয়টি বুঝতে পেরে সে ওই ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

র‌্যাব বলছে, ওই ব্যক্তির ব্যাগে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র ছিল। স্বর্ণালঙ্কারগুলো শ্যামপুরের জুয়েলার্স দোকানের মালিক পারভেজের কাছে বিক্রি করেন আমির ও তার সহযোগীরা। আট ভরি স্বর্ণ নিয়ে সাড়ে ছয় ভরির দাম ধরে পৌনে পাঁচ লাখ টাকা আমিরকে দেন পারভেজ।

সেখান থেকে লিটন মিয়া ভাগ পান এক লাখ। জাকির ও আরেক ব্যক্তিকে ৫০ হাজার করে টাকা দেন আমির। বাকি টাকা আমির নিজে নিয়েছে, জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

পরে পারভেজকে গ্রেপ্তার করে তার কাছ থেকে লুটকৃত স্বর্ণের কিছু অংশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কমান্ডার মঈন জানান, এর আগেও বিভিন্ন সময় পারভেজের কাছে লুটের মাল বিক্রি করেছেন আমির। গ্রেপ্তার হওয়া জাকির ও অন্য আরেকজন এই লুটে তার সহযোগী হিসেবে কাজ করেছে। তারাও লুটের ভাগ পেয়েছে।

র‌্যাবের পরিচালক কমান্ডার মঈন বলেন, ‘আমির তিন-চারদিন পরপর এরকম একজনকে টার্গেট করেন। এ বছরই তিনি দুইবার গ্রেপ্তার হয়েছেন।’ আমিরের বিরুদ্ধে শুধু প্রতারণা ও লুটের মামলাই পাওয়া গেছে ১৫টি। এছাড়া আরও ফৌজদারি মামলাও রয়েছে। কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও প্রতারণার কাজ করেন।

র‌্যাব বলছে, গত জানুয়ারিতে সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে একইভাবে সর্বস্ব লুটে নেয় আমিরের চক্র। এপ্রিলে আরেক প্রবাসীর সর্বস্ব লুট করেন তারা।

আমিরের সহযোগী লিটন মিয়া পেশায় মাইক্রোবাস চালক। তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে সে। লিটনও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলে জানান কমান্ডার মঈন। সেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সে বিভিন্ন সময় প্রবাসীদের মাইক্রোবাসে আনা-নেয়ার সুযোগে সর্বস্ব লুট করে নিত।

গ্রেপ্তার পারভেজ বলেছে, সে ৮-৯ বছর জুয়েলারি দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছে। ৬-৭ বছর আগে নিজেই রাজধানীর শ্যামপুরে জুয়েলারি দোকান দিয়েছে। জুয়েলারি দোকানের আড়ালে সে গত ২ থেকে ৩ বছর ধরে লুটকৃত স্বর্ণ কিনে গলিয়ে বিক্রি করত।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন বলেছে, সে ছাপাখানার ঠিকাদার হিসেবে কাজ করে। গত ৩ থেকে ৪ বছর আগে সে অভিযুক্ত আমিরের সঙ্গে যোগ দেয়। সে লুটকৃত স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল রাজধানীর বিভিন্ন জুয়েলারি দোকানসহ বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

ছবি

স্বতন্ত্র কাঠামোর দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি

যমুনা অভিমুখী বেসরকারি শিক্ষকদের পিটিয়ে সরাল পুলিশ

ছবি

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

ছবি

ধানমন্ডিতে ১২ সাবেক সচিব-অধিকর্তাকে ফ্ল্যাট বরাদ্দ বাতিলের পর দুদকে তলব

ছবি

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

ছবি

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি করেছেন ২২ বিশিষ্ট নাগরিক

ছবি

ডাকসু নির্বাচন: রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক

ছবি

চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা

ছবি

চানখাঁরপুলে গুলিতে নিহত আনাসের রক্তে ভেসে গিয়েছিল শরীর: ট্রাইব্যুনালে মায়ের সাক্ষ্য

ছবি

ডিএসসিসিতে কোটি টাকার জ্বালানি খরচের ‘অনিয়ম’, দুদকের অভিযান

ছবি

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার হামলায় আরও দুজন গ্রেপ্তার

ছবি

সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলার মামলায় এক আসামি রিমান্ডে, আরেকজন কারাগারে

ছবি

সংস্কারে আরো দৃষ্টিনন্দন করা হচ্ছে ‘চাঁদপুর ইলিশ চত্বর’

ছবি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক র‌্যালি

ছবি

আদাবরে সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের গাড়িচালককে কুপিয়ে জখম

ছবি

৩৮ লাখ টাকার অভিযোগে ঢাকার সহকারী কর কমিশনার মিতু সাময়িক বরখাস্ত

ছবি

একাধিক অভিযোগে বরখাস্ত হল চিকিৎসক ফাতেমা দোজা

ছবি

ডিআরইউ আলোচনায় হামলার শিকার অধ্যাপক কার্জনের জামিন নামঞ্জুর

ছবি

সহকারী শিক্ষকদের আল্টিমেটাম :  ২৫ সেপ্টেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে আমরণ অনশন

ছবি

কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া, আহত কয়েকজন

ছবি

আগারগাঁও অবরোধে শেকৃবি শিক্ষার্থীরা, তিন দফা দাবিতে দুর্ভোগে যাত্রীরা

ছবি

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশের পর শাহবাগ ছাড়লেন প্রকৌশল শিক্ষার্থীরা

ছবি

কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর পুলিশের লাঠিচার্জ

ছবি

বুয়েট উপাচার্যের ক্ষোভ: শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ গ্রহণযোগ্য নয়

ছবি

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের হামলার বিরুদ্ধে পাঁচ দফা দাবি

ছবি

বিআইপি অভিযোগ: রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয় আবাসন ব্যবসায়ীদের পক্ষে কাজ করছে

ছবি

হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত, শিক্ষার্থীদের আন্দোলন ভিকারুননিসা নূন স্কুলে

ছবি

যমুনামুখী হতে চাইলে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি

শাহবাগে দ্বিতীয় দিনের মতো প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

ছবি

ঢাকায় ৮ কেজি কোকেনসহ গায়ানার নাগরিক গ্রেপ্তার

ছবি

শাহবাগ মোড়ে প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন দাবিতে সড়ক অবরোধ

ছবি

রাজধানীতে সমাবেশের জন্য ডিএমপির চিহ্নিত ৯১ বিকল্প স্থান

ছবি

সহপাঠীকে মারধরের অভিযোগে বিক্ষুব্ধ বুয়েট শিক্ষার্থীদের যমুনায় যাওয়ার চেষ্টা

ছবি

জুলাই আন্দোলনে চোখের ক্ষতির শিকারদের চিত্র ট্রাইব্যুনালে

ছবি

রামপুরার মানবতাবিরোধী অপরাধ মামলা : ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ চারজন পলাতক আসামিকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ছবি

বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া চার লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি

tab

news » cities

১৫ বছর ধরে বিমানবন্দরে সক্রিয় এক ‘অজ্ঞান পার্টি’

তিনশ’র বেশি প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ০২ অক্টোবর ২০২২

১৫ বছর ধরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় একটি চক্র। যাদের কাজ বিদেশ ফেরত যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে সর্বস্ব লুটে নেয়া। এই চক্র এমন যাত্রীকে টার্গেট করত যার জন্য বিমানবন্দরে কোন আত্মীয়-স্বজন যায়নি, বা গাড়ি নিয়ে কেউ অপেক্ষা করছে না।

আর এই চক্রের নেতৃত্বে আছেন আমির হোসেন, যে বিমানবন্দরের উল্টো দিকে একটি ফাস্টফুডের দোকানে ১৫ বছর ধরে কাজ করছেন। ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে এক প্রবাসীর সর্বস্ব হারানোর ঘটনা তদন্ত করতে গিয়ে আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাবব। আর তারপরই এই চক্রের খবর প্রকাশ্যে এলো।

গত ১৫ বছরে তিনশ’র বেশি প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুটে নিয়েছে এই চক্র। আর আমিরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলাও রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন ৫১ বছর বয়সী আমিরের বাড়ি বরিশালে। মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছে সে।

মঈন বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন ও বাসস্ট্যান্ডকেন্দ্রিক অজ্ঞান পার্টি চক্রের নেতৃত্বে এখন আমির। সে কখনো বিদেশে যাননি। কিন্তু বিমানবন্দর এলাকায় সবসময় একটি পাসপোর্ট হাতে ঘোরেন। তার সঙ্গে লাগেজ থাকে। লাগেজের ওপর স্টিকার লাগানো থাকে যাতে মনে হয় তিনি বিদেশ থেকে ফিরলেন।

আমিরের সঙ্গে গ্রেপ্তার মো. লিটন মিয়া ওরফে মিল্টন (৪৮) একজন মাইক্রোবাস চালক, তার বাড়িও বরিশাল। আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ (৩৫) গয়নার ব্যবসায়ী, তার বাড়ি ফেনী। আর জাকির হোসেন (৪০) পেশায় ছাপাখানার কর্মী। তার বাড়ি পটুয়াখালী।

কমান্ডার মঈন রোববার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চক্রের সদস্য সংখ্যা আট থেকে ১০ জনের মতো। তাদের অনেকেই এখন কারাগারে। জেল থেকে বের হয়ে তারা আবার একই পেশায় নামেন। তারা মূলত বিদেশ থেকে আসা সেসব প্রবাসীদের টার্গেট করতেন, যাদের নেয়ার জন্য কোন আত্মীয়-স্বজন বিমানবন্দরে আসেননি।’

তাদের কাছ থেকে মোবাইল ফোন, প্রবাসীদের অচেতন করার নেশাজাতীয় ট্যাবলেট এবং লাগেজ ও লুটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ গলানো হয়েছে।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর কুয়েতফেরত এক প্রবাসীর মালামাল লুট করে চক্রটি। সেদিন ভোরে বিমানবন্দরে নেমে বগুড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রবাসী। এরপরই চক্রের একজন সদস্য বিমানবন্দরে ওই প্রবাসীকে অনুসরণ করে এবং তার সঙ্গে আলাপ জমান।

র‌্যাব বলছে, ওই প্রবাসী উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে কাউন্টারে টিকেট কাটতে যান। ততক্ষণে ওই প্রবাসীর বিশ্বাস অর্জন করেন চক্রের সেই সদস্য। আর তখন লাগেজ ও পাসপোর্ট হাতে দৃশ্যপটে হাজির হন আমির। মাত্র কুয়েত থেকে এসেছেন এমন পরিচয় দিয়ে আমির বলেন, তারও গন্তব্যও বগুড়া।

নিজের কথা বিশ্বাসযোগ্য করতে আমির পকেট থেকে কুয়েতি মুদ্রা বের করে দেখান। নিজের সহযোগীদের ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিচয় করিয়ে দেন ওই প্রবাসীর সঙ্গে।

এরপর তারা বলেন যে, তাদের কাছে অতিরিক্ত একটি বাসের টিকেট আছে। তাদের একজন আত্মীয় যাওয়ার কথা ছিল বলে কাটা হয়েছিল, কিন্তু তিনি যাচ্ছেন না। ওই প্রবাসী চাইলে তাদের সঙ্গে যেতে পারেন, জিজ্ঞাসাবাদের সূত্রে জানান র‌্যাব কর্মকর্তা মঈন।

তাদের প্রস্তাবে প্রবাসী রাজি হয়ে গেলে তারা উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড থেকে বগুড়াগামী একটি বাসে উঠে বসেন। আমির ও ওই প্রবাসী পাশাপাশি আসনে বসেন। গ্রেপ্তার লিটন মিয়া পাশের আরেকটি আসনে বসেন। বাস চলতে শুরু করলে চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে প্রবাসীকে অজ্ঞান করে ফেলেন আমির।

গ্রেপ্তারদের ‘স্বীকারোক্তির’ উদ্ধৃতি দিয়ে কমান্ডার মঈন জানান, এরপর ওই প্রবাসীর পকেট থেকে বাসের লাগেজ ট্যাগ বের নেন তারা। সিরাজগঞ্জ এলাকায় তার লাগেজ নিয়ে বাস থেকে নেমে যান আমির ও লিটন মিয়া। এরপর বাসের সুপারবাইজার প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে বিষয়টি বুঝতে পেরে সে ওই ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

র‌্যাব বলছে, ওই ব্যক্তির ব্যাগে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র ছিল। স্বর্ণালঙ্কারগুলো শ্যামপুরের জুয়েলার্স দোকানের মালিক পারভেজের কাছে বিক্রি করেন আমির ও তার সহযোগীরা। আট ভরি স্বর্ণ নিয়ে সাড়ে ছয় ভরির দাম ধরে পৌনে পাঁচ লাখ টাকা আমিরকে দেন পারভেজ।

সেখান থেকে লিটন মিয়া ভাগ পান এক লাখ। জাকির ও আরেক ব্যক্তিকে ৫০ হাজার করে টাকা দেন আমির। বাকি টাকা আমির নিজে নিয়েছে, জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

পরে পারভেজকে গ্রেপ্তার করে তার কাছ থেকে লুটকৃত স্বর্ণের কিছু অংশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কমান্ডার মঈন জানান, এর আগেও বিভিন্ন সময় পারভেজের কাছে লুটের মাল বিক্রি করেছেন আমির। গ্রেপ্তার হওয়া জাকির ও অন্য আরেকজন এই লুটে তার সহযোগী হিসেবে কাজ করেছে। তারাও লুটের ভাগ পেয়েছে।

র‌্যাবের পরিচালক কমান্ডার মঈন বলেন, ‘আমির তিন-চারদিন পরপর এরকম একজনকে টার্গেট করেন। এ বছরই তিনি দুইবার গ্রেপ্তার হয়েছেন।’ আমিরের বিরুদ্ধে শুধু প্রতারণা ও লুটের মামলাই পাওয়া গেছে ১৫টি। এছাড়া আরও ফৌজদারি মামলাও রয়েছে। কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও প্রতারণার কাজ করেন।

র‌্যাব বলছে, গত জানুয়ারিতে সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে একইভাবে সর্বস্ব লুটে নেয় আমিরের চক্র। এপ্রিলে আরেক প্রবাসীর সর্বস্ব লুট করেন তারা।

আমিরের সহযোগী লিটন মিয়া পেশায় মাইক্রোবাস চালক। তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে সে। লিটনও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলে জানান কমান্ডার মঈন। সেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সে বিভিন্ন সময় প্রবাসীদের মাইক্রোবাসে আনা-নেয়ার সুযোগে সর্বস্ব লুট করে নিত।

গ্রেপ্তার পারভেজ বলেছে, সে ৮-৯ বছর জুয়েলারি দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছে। ৬-৭ বছর আগে নিজেই রাজধানীর শ্যামপুরে জুয়েলারি দোকান দিয়েছে। জুয়েলারি দোকানের আড়ালে সে গত ২ থেকে ৩ বছর ধরে লুটকৃত স্বর্ণ কিনে গলিয়ে বিক্রি করত।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন বলেছে, সে ছাপাখানার ঠিকাদার হিসেবে কাজ করে। গত ৩ থেকে ৪ বছর আগে সে অভিযুক্ত আমিরের সঙ্গে যোগ দেয়। সে লুটকৃত স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল রাজধানীর বিভিন্ন জুয়েলারি দোকানসহ বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

back to top