রাজধানীতে পলিথিন ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা হাতিয়ে নিয়েছে

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর আজিমপুরে ভিআইপি পরিবহনের একটি বাসে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক পলিথিন ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অচেতন ব্যক্তির ভাগিনা মো. জাকির হোসেন জানান, তার মামার কাছে থাকা ৮ লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। আলমগীর হোসেন লালবাগের ইসলামবাগ এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগ বাসের চালক ও হেলপার তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় ওই গাড়ির চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে তারা।

তবে কোন এলাকার পুলিশ তাদের আটক করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি তারা।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি