image

‘তথ্য গোপনের’ অভিযোগে এনআইসিভিডির চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) মেডিকেল অফিসার ফাতেমা দোজা। এরপর তিনি স্বায়ত্ত্ব শাসিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সেখানে ছয়মাস কাজ করলেও তার চাকরি নিয়মিতকরণ হয়নি বলে জানা যায়।

পরবর্তীতে প্রায় দেড় বছর পর তিনি আগের কর্মস্থল এনআইসিভিডিতে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে আনা ‘তথ্য গোপনের’ অভিযোগসমূহ তদন্তে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৮ মে গঠিত তিন সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানাকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে এনআইসিভিডিতে সংযুক্ত সহকারী অধ্যাপক ডা. এসএম পারভেজ আহমেদ (সোহেল)। কমিটির একমাত্র সদস্য হলেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি