সারাদেশে দামি মোবাইল ফোন সেট ছিনতাই ও চুরি হচ্ছে প্রতিনিয়ত। এই সব চুরি-ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না করে অনেকেই সাধারণ ডাইরী (জিডি) করছেন। এই সব অভিযোগের সূত্র ধরে ২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের টিম (এপিবিএন-২) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ৭৮০ টাকা মূল্যের ৭৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। এছাড়াও বিকাশ ও নগদে ভূলে চলে যাওয়া ৪ লাখ ১৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।
২ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান আজ সংবাদকে জানান, মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এই সব মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে হাটহাজারী থানা, সুধারাম মডেল থানা, চট্রগ্রামের ডবলমুরি থানা , টাঙ্গাইলের সদর থানা, চকবাজার থানা , কর্ণফুলী থানা, চাঁদপুর মডেল থানা,বান্দরবান সদর থানা,লক্ষীপুর মডেল থানা,গৌরীপুর তদন্ত কেন্দ্র, নোয়াখালী সুধারাম মডেল থানা,ময়মনসিংহ কোতোয়ালি থানা,সন্দ্বীপ ,রামু, কক্্রবাজার, লোহাগড়া , চৌদ্দগ্রাম , উখিয়া, তেজগাঁওসহ দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ৭৪টি জিডির সূত্র ধরে ৭৪টি উন্নত মানের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
এপিবিএন-২ বান্দরবানের মেঘলার সাইবার ক্রাইম সেলের টিম বিকাশ ও নগদের পাঠানো টাকা ভূলক্রমে অন্যের নম্বরে চলে যাওয়া টাকাও উদ্ধার করে এবং নম্বর সমূহের পরিচয় শনাক্ত করার পর কারো ১০ হাজার,৫ হাজার ৬শ,১২ হাজার,২০ হাজার,১৫ হাজার,১০ হাজার,১৮ হাজার ৩৬০ টাকা, ২০ হাজার ৪শ টাকাসহ মোট ৪ লাখ ১৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করছে।
ওই সব টাকা আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে। এপিবিএনের সাইবার ক্রাইম সেলের ইনচার্জ, পলাশ হোসেনসহ এপিবিএন-২ অন্যান্য কর্মকর্তারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগেও এপিবিএন-২ ময়মনসিংহ মুক্তাগাছার টিম সারাদেশে অভিযান চালিয়ে ৪শর বেশী মোবাইল সেট উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে।
আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের মতে, মোবাইল ফোন এখন ছিনতাই ও চুরি বা হারিয়ে গেলে তা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা সম্ভব। আইন শৃংখলা বাহিনী নতুন নতুন কৌশল অবলম্বন করে মোবাইল সেট উদ্ধার করছে। ফলে এখন মোবাই ছিনতাই ও চুরি আগের চেয়ে কিছুটা হলেও কমছে বলে অনেকেই মন্তব্য করেন।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সারাদেশে দামি মোবাইল ফোন সেট ছিনতাই ও চুরি হচ্ছে প্রতিনিয়ত। এই সব চুরি-ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না করে অনেকেই সাধারণ ডাইরী (জিডি) করছেন। এই সব অভিযোগের সূত্র ধরে ২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের টিম (এপিবিএন-২) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ৭৮০ টাকা মূল্যের ৭৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। এছাড়াও বিকাশ ও নগদে ভূলে চলে যাওয়া ৪ লাখ ১৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।
২ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান আজ সংবাদকে জানান, মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এই সব মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে হাটহাজারী থানা, সুধারাম মডেল থানা, চট্রগ্রামের ডবলমুরি থানা , টাঙ্গাইলের সদর থানা, চকবাজার থানা , কর্ণফুলী থানা, চাঁদপুর মডেল থানা,বান্দরবান সদর থানা,লক্ষীপুর মডেল থানা,গৌরীপুর তদন্ত কেন্দ্র, নোয়াখালী সুধারাম মডেল থানা,ময়মনসিংহ কোতোয়ালি থানা,সন্দ্বীপ ,রামু, কক্্রবাজার, লোহাগড়া , চৌদ্দগ্রাম , উখিয়া, তেজগাঁওসহ দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ৭৪টি জিডির সূত্র ধরে ৭৪টি উন্নত মানের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
এপিবিএন-২ বান্দরবানের মেঘলার সাইবার ক্রাইম সেলের টিম বিকাশ ও নগদের পাঠানো টাকা ভূলক্রমে অন্যের নম্বরে চলে যাওয়া টাকাও উদ্ধার করে এবং নম্বর সমূহের পরিচয় শনাক্ত করার পর কারো ১০ হাজার,৫ হাজার ৬শ,১২ হাজার,২০ হাজার,১৫ হাজার,১০ হাজার,১৮ হাজার ৩৬০ টাকা, ২০ হাজার ৪শ টাকাসহ মোট ৪ লাখ ১৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করছে।
ওই সব টাকা আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে। এপিবিএনের সাইবার ক্রাইম সেলের ইনচার্জ, পলাশ হোসেনসহ এপিবিএন-২ অন্যান্য কর্মকর্তারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগেও এপিবিএন-২ ময়মনসিংহ মুক্তাগাছার টিম সারাদেশে অভিযান চালিয়ে ৪শর বেশী মোবাইল সেট উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে।
আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের মতে, মোবাইল ফোন এখন ছিনতাই ও চুরি বা হারিয়ে গেলে তা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা সম্ভব। আইন শৃংখলা বাহিনী নতুন নতুন কৌশল অবলম্বন করে মোবাইল সেট উদ্ধার করছে। ফলে এখন মোবাই ছিনতাই ও চুরি আগের চেয়ে কিছুটা হলেও কমছে বলে অনেকেই মন্তব্য করেন।