২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলি আহমদ খান গতকাল বুধবার জানিয়েছেন, গত এক মাসে জিডির (সাধারণ ডাইরী) সূত্র ধরে ১০১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও অনলাইনে আর্থিক প্রতারণার ঘটনায় ৩৮,৬১৫ টাকা এবং হ্যাক হওয়া ১টি টেলিগ্রাম ও ৫টি ফেইসবুক আইডি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল্য প্রায় ২৫ লাখ ৫১ হাজার ৬৬৫ টাকা।
এপিবিএন-২ কর্মকর্তারা জানান,এপিবিএন-২ সাইবার ক্রাইম সেলসহ অন্যান্য মাধ্যমে ফেইসবুক পেজ ও গ্রুপ,ই-মেইল,হোয়াটটস অ্যাপ গ্রুপসহ অন্যান্য মাধ্যমে মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপিসমূহ সংগ্রহ ও ও বিশ্লেষণ করে ফরিদপুর , পাবনা , গাজীপুৃর , ফেনী ময়মনসিংহ , কালিয়াকৈর ,আশুলিয়া , মতিঝিল , মির্জাপুর ,টাঙ্গাইল , জোরালগঞ্জ ,কেরানীগঞ্জ , টঙ্গী,গাইবান্ধা ও গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই,চুরি হারিয়ে যাওয়া একশত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও নগদ ও বিকাশ একাউণ্টের সূত্র ধরে ভূলক্রমে চলে যাওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এপিবিএন-২ সাইবার ক্রাইমসেল বিশেষ শাখার তথ্য প্রযুক্তি সহায়তায় অনলাইন আর্থিক প্রতারণার ৩টি একাউণ্টে মোট ৩৮ হাজার ৬১৫ টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি সারাদেশে মোবাইল ফোন সেট ছিনত্ইা,চুরির ঘটনা বাড়ছে। বেশীর ভাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না করে অনেকেই ঝামেলা এড়াতে সিম উঠানোর জন্য একটি জিড়ি করে।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায় মোবাইল ফোন ব্যবহারকারির অবস্থান নিশ্চিত করে ফোন উদ্ধার করে। এরপর ফোন যে ব্যবহার করে তাকে ফোন সেট ফিরত দেয়ার জন্য প্রথমে অনুরোধ করে। এরপর আমর্ড পুলিশ হস্তক্ষেপ করে।
এই ভাবে আমর্ড পুলিশ গত এক মাসে ১শর বেশী ফোন সেট উদ্ধার করছে। এর আগেও এপিবিএন-২ সারাদেশে অভিযান চালিয়ে বিভিন্ন সময় ৪শর বেশ (চারশত) মোবাইল ফোন সেট উদ্ধার করছেন বলে জানিয়েছেন। উদ্ধারকৃত মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
২-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলি আহমদ খান গতকাল বুধবার জানিয়েছেন, গত এক মাসে জিডির (সাধারণ ডাইরী) সূত্র ধরে ১০১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও অনলাইনে আর্থিক প্রতারণার ঘটনায় ৩৮,৬১৫ টাকা এবং হ্যাক হওয়া ১টি টেলিগ্রাম ও ৫টি ফেইসবুক আইডি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল্য প্রায় ২৫ লাখ ৫১ হাজার ৬৬৫ টাকা।
এপিবিএন-২ কর্মকর্তারা জানান,এপিবিএন-২ সাইবার ক্রাইম সেলসহ অন্যান্য মাধ্যমে ফেইসবুক পেজ ও গ্রুপ,ই-মেইল,হোয়াটটস অ্যাপ গ্রুপসহ অন্যান্য মাধ্যমে মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপিসমূহ সংগ্রহ ও ও বিশ্লেষণ করে ফরিদপুর , পাবনা , গাজীপুৃর , ফেনী ময়মনসিংহ , কালিয়াকৈর ,আশুলিয়া , মতিঝিল , মির্জাপুর ,টাঙ্গাইল , জোরালগঞ্জ ,কেরানীগঞ্জ , টঙ্গী,গাইবান্ধা ও গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই,চুরি হারিয়ে যাওয়া একশত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও নগদ ও বিকাশ একাউণ্টের সূত্র ধরে ভূলক্রমে চলে যাওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এপিবিএন-২ সাইবার ক্রাইমসেল বিশেষ শাখার তথ্য প্রযুক্তি সহায়তায় অনলাইন আর্থিক প্রতারণার ৩টি একাউণ্টে মোট ৩৮ হাজার ৬১৫ টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি সারাদেশে মোবাইল ফোন সেট ছিনত্ইা,চুরির ঘটনা বাড়ছে। বেশীর ভাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না করে অনেকেই ঝামেলা এড়াতে সিম উঠানোর জন্য একটি জিড়ি করে।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায় মোবাইল ফোন ব্যবহারকারির অবস্থান নিশ্চিত করে ফোন উদ্ধার করে। এরপর ফোন যে ব্যবহার করে তাকে ফোন সেট ফিরত দেয়ার জন্য প্রথমে অনুরোধ করে। এরপর আমর্ড পুলিশ হস্তক্ষেপ করে।
এই ভাবে আমর্ড পুলিশ গত এক মাসে ১শর বেশী ফোন সেট উদ্ধার করছে। এর আগেও এপিবিএন-২ সারাদেশে অভিযান চালিয়ে বিভিন্ন সময় ৪শর বেশ (চারশত) মোবাইল ফোন সেট উদ্ধার করছেন বলে জানিয়েছেন। উদ্ধারকৃত মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।