নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবীতে স্মৃতি রানী বর্মন (২৫) নামের গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বৈদ্যেরবাজার এলাকার সাতভাইয়াপাড়া গ্রামে হত্যার এই ঘটনা ঘটে বলে আজ শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউপির সাতভাইয়াপাড়া গ্রামের বেনু চন্দ্র বর্মনের ছেলে সঞ্জিত চন্দ্র বর্মন (৩২)’র সাথে প্রায় ৯ বছর আগে কুমিল্লা জেলার সদর উপজেলার উত্তর দূর্গাপৃর গ্রামের শ্যামু চন্দ্র মেয়ে স্মৃতি রানী বর্মনের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্মৃতির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। বিগত সময়ে দফায় দফায় ৩ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। গত কিছুদিন যাবত আরো ২ লাখ টাকার জন্য স্মৃতিকে মানসিক ও শারীরিক নির্যাতন করছিল তার স্বামীসহ পরিবারের লোকজন। সর্বশেষ গত ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্মতি তার ভাইকে ফোন করে জানায় তার স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে ২ লাখ টাকার জন্য তাকে নির্যাতন করছে এবং এই টাকা না দিলে তাকে নিয়ে সংসার না করার হুমকি দেয়া হচ্ছে। তার পরেরদিন শুক্রবার দুপুরে স্মৃতির ভাই লোক মাধ্যমে জানতে পারেন তার বোন সোনারগাঁ উপজেলা হাসপাতালে রয়েছে। পরে ঐদিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে জানতে পান স্মৃতি রানীকে মৃত্যুর পর হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু হাসপাতালে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন কেউ ছিলনা। এই ঘটনায় নিহত স্মৃতি রানীর ভাই শ্যামু বর্মন বাদী হয়ে শনিবার সকালে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামী করে তার বোনকে যৌতুকের দাবীতে শ্বাসরোধে হত্যার লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম জানান, হত্যার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে হত্যার কারন।
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবীতে স্মৃতি রানী বর্মন (২৫) নামের গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বৈদ্যেরবাজার এলাকার সাতভাইয়াপাড়া গ্রামে হত্যার এই ঘটনা ঘটে বলে আজ শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউপির সাতভাইয়াপাড়া গ্রামের বেনু চন্দ্র বর্মনের ছেলে সঞ্জিত চন্দ্র বর্মন (৩২)’র সাথে প্রায় ৯ বছর আগে কুমিল্লা জেলার সদর উপজেলার উত্তর দূর্গাপৃর গ্রামের শ্যামু চন্দ্র মেয়ে স্মৃতি রানী বর্মনের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্মৃতির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। বিগত সময়ে দফায় দফায় ৩ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। গত কিছুদিন যাবত আরো ২ লাখ টাকার জন্য স্মৃতিকে মানসিক ও শারীরিক নির্যাতন করছিল তার স্বামীসহ পরিবারের লোকজন। সর্বশেষ গত ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্মতি তার ভাইকে ফোন করে জানায় তার স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে ২ লাখ টাকার জন্য তাকে নির্যাতন করছে এবং এই টাকা না দিলে তাকে নিয়ে সংসার না করার হুমকি দেয়া হচ্ছে। তার পরেরদিন শুক্রবার দুপুরে স্মৃতির ভাই লোক মাধ্যমে জানতে পারেন তার বোন সোনারগাঁ উপজেলা হাসপাতালে রয়েছে। পরে ঐদিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে জানতে পান স্মৃতি রানীকে মৃত্যুর পর হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু হাসপাতালে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন কেউ ছিলনা। এই ঘটনায় নিহত স্মৃতি রানীর ভাই শ্যামু বর্মন বাদী হয়ে শনিবার সকালে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামী করে তার বোনকে যৌতুকের দাবীতে শ্বাসরোধে হত্যার লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম জানান, হত্যার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে হত্যার কারন।