ঈদের সিনেমার তালিকায় যুক্ত হলো ‘পটু’ চলচ্চিত্র। ছবিটি ঢাকাকেন্দ্রিক নয়। এর গল্প, শুটিং সবই রাজশাহী শহর ঘিরে। ইতোপূর্বে রাজশাহীর স্থানীয় পর্যায়ে নির্মিত দুটি ওয়েব সিরিজ (শাটিকাপ ও সিনপাট) মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আসছে এই অঞ্চল নিয়ে সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায় এবার ঈদে মুক্তি পাবে ‘পটু’। ছবিটি নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। ৯ ফেব্রুয়ারি ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশের সঙ্গে মুক্তির বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন-পুরাতনের সংমিশ্রণে নির্মিত সিনেমা ‘পটু’।’ এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘সিনেমাটি নিয়ে ভালো আশা রয়েছে। দর্শকের ভালো লাগবে।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। এতে গান গেয়েছেন কলকাতার লগ্নজিতা, বাংলাদেশের ইসলাম পালাকারসহ ছবির নির্মাতা ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুন নিজেই।
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
ঈদের সিনেমার তালিকায় যুক্ত হলো ‘পটু’ চলচ্চিত্র। ছবিটি ঢাকাকেন্দ্রিক নয়। এর গল্প, শুটিং সবই রাজশাহী শহর ঘিরে। ইতোপূর্বে রাজশাহীর স্থানীয় পর্যায়ে নির্মিত দুটি ওয়েব সিরিজ (শাটিকাপ ও সিনপাট) মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আসছে এই অঞ্চল নিয়ে সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায় এবার ঈদে মুক্তি পাবে ‘পটু’। ছবিটি নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। ৯ ফেব্রুয়ারি ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশের সঙ্গে মুক্তির বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন-পুরাতনের সংমিশ্রণে নির্মিত সিনেমা ‘পটু’।’ এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘সিনেমাটি নিয়ে ভালো আশা রয়েছে। দর্শকের ভালো লাগবে।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। এতে গান গেয়েছেন কলকাতার লগ্নজিতা, বাংলাদেশের ইসলাম পালাকারসহ ছবির নির্মাতা ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুন নিজেই।