আরটিভিতে চলছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। গ্রামের একটি যৌথ পরিবারের মজার সব ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম,মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম,আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম সহ অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের একটি যৌথ পরিবারের সব সদস্যই বোকা। তাদের বোকামিতে অন্যরা কখনো মজা পায়, কখনো হয় বিরক্ত। তাদের এই বোকামির গল্প শুরু হয় বেলায়েত বাড়ীর ছোট মেয়ে আংগুরির পাত্রী দেখা থেকে। এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর নাটকে সেই পরিবারের সদস্য এই চার অভিনেতা। যারা পাঁচ টাকার জুয়ার খেলাকে কেন্দ্র করে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে।
মজার সব ঘটনা নিয়ে নাটকটি। এই পরিচালক জানান, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে চার যুবক। কোনো পথ না পেয়ে কৌশলে গ্রামের পুকুরে নেমে পড়েন। কিন্তু হাতে দড়ি থাকায় পালাতে সুবিধা করতে পারেননি। নাটকটি আরটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এটি শুক্র থেকে রোববার পর্যন্ত তিন দিন দর্শকেরা দেখতে পারবেন। নির্মাতা সৈয়দ শাকিল জানান, দৃশ্যটা নিয়ে চিন্তিত ছিলেন। কারণ, এসব অভিনয়শিল্পী শহরের বাসিন্দা।
তাঁদের গ্রামের পুকুরে নামার অভিজ্ঞতা কম। এর মধ্যে আবার পুকুরে কচুরিপানা। শরীরে এলার্জির সমস্যা হতে পারে। এসব চিন্তার মধ্যে অভিনয়শিল্পী এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর সহযোগিতা করেন। এই পরিচালক বলেন, ‘অভিনয়শিল্পীরা সহযোগিতা না করলে শুটিংই করা হতো না।
সবাইকে ধন্যবাদ এই শীতে দুই ঘণ্টার বেশি সময় পানিতে নেমে শুটিং করার জন্য। এটা অনেক কঠিন কাজ। এই শীতে ডুব দিয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া সহজ নয়। তারপর তাঁদের হাত ছিল দড়ি দিয়ে বাঁধা। সাঁতার দেওয়াও কঠিন ছিল।’
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
আরটিভিতে চলছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। গ্রামের একটি যৌথ পরিবারের মজার সব ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম,মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম,আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম সহ অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের একটি যৌথ পরিবারের সব সদস্যই বোকা। তাদের বোকামিতে অন্যরা কখনো মজা পায়, কখনো হয় বিরক্ত। তাদের এই বোকামির গল্প শুরু হয় বেলায়েত বাড়ীর ছোট মেয়ে আংগুরির পাত্রী দেখা থেকে। এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর নাটকে সেই পরিবারের সদস্য এই চার অভিনেতা। যারা পাঁচ টাকার জুয়ার খেলাকে কেন্দ্র করে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে।
মজার সব ঘটনা নিয়ে নাটকটি। এই পরিচালক জানান, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে চার যুবক। কোনো পথ না পেয়ে কৌশলে গ্রামের পুকুরে নেমে পড়েন। কিন্তু হাতে দড়ি থাকায় পালাতে সুবিধা করতে পারেননি। নাটকটি আরটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এটি শুক্র থেকে রোববার পর্যন্ত তিন দিন দর্শকেরা দেখতে পারবেন। নির্মাতা সৈয়দ শাকিল জানান, দৃশ্যটা নিয়ে চিন্তিত ছিলেন। কারণ, এসব অভিনয়শিল্পী শহরের বাসিন্দা।
তাঁদের গ্রামের পুকুরে নামার অভিজ্ঞতা কম। এর মধ্যে আবার পুকুরে কচুরিপানা। শরীরে এলার্জির সমস্যা হতে পারে। এসব চিন্তার মধ্যে অভিনয়শিল্পী এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর সহযোগিতা করেন। এই পরিচালক বলেন, ‘অভিনয়শিল্পীরা সহযোগিতা না করলে শুটিংই করা হতো না।
সবাইকে ধন্যবাদ এই শীতে দুই ঘণ্টার বেশি সময় পানিতে নেমে শুটিং করার জন্য। এটা অনেক কঠিন কাজ। এই শীতে ডুব দিয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া সহজ নয়। তারপর তাঁদের হাত ছিল দড়ি দিয়ে বাঁধা। সাঁতার দেওয়াও কঠিন ছিল।’