এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। বছরের শুরুতেই তার অভিনীত কয়েকটি নাটক প্রকাশ পায়। ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত নাটক ‘বেক্কল মেয়ে’। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ৮ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে রেজা মাহমুদ পরিচালিত ‘চ্যাম্পিয়ণ বউ’ নাটকটি। ১৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘বিরহী চুপিয়া’ নাটকটি।
১৫ জানুয়ারি প্রচারে এসেছে আদিত্য জনি পরিচালিত ‘মাঘ মাসের শীত’ নাটকটি। প্রতিটি নাটকেই তন্ময় সোহেলের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। তন্ময় সোহেল বলেন,‘ ইংরেজি নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই হলো। এরইমধ্যে দুই সপ্তাহের ভেতর আমার অভিনীত চারটি নাটক প্রচারে এসেছে।
প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন এবং তাদের অভিমতও জানাচ্ছেন।
ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আদিবাসী মিজান ভাই, রেজা মাহমুদ ভাই, আদিত্য জনি ভাইকেও। আগামীতে আরো অনেক ভালো ভালো গল্পের নাটক আসবে। আশা করছি সেসব নাটকও দর্শককে মুগ্ধ করবে।’ এদিকে তন্ময় এরইমধ্যে শেষ করেছেন তার অভিনীত সিনেমা ‘জোছনা করেছে আঁড়ি’র কাজ। এটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। বছরের শুরুতেই তার অভিনীত কয়েকটি নাটক প্রকাশ পায়। ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত নাটক ‘বেক্কল মেয়ে’। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ৮ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে রেজা মাহমুদ পরিচালিত ‘চ্যাম্পিয়ণ বউ’ নাটকটি। ১৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘বিরহী চুপিয়া’ নাটকটি।
১৫ জানুয়ারি প্রচারে এসেছে আদিত্য জনি পরিচালিত ‘মাঘ মাসের শীত’ নাটকটি। প্রতিটি নাটকেই তন্ময় সোহেলের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। তন্ময় সোহেল বলেন,‘ ইংরেজি নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই হলো। এরইমধ্যে দুই সপ্তাহের ভেতর আমার অভিনীত চারটি নাটক প্রচারে এসেছে।
প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন এবং তাদের অভিমতও জানাচ্ছেন।
ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আদিবাসী মিজান ভাই, রেজা মাহমুদ ভাই, আদিত্য জনি ভাইকেও। আগামীতে আরো অনেক ভালো ভালো গল্পের নাটক আসবে। আশা করছি সেসব নাটকও দর্শককে মুগ্ধ করবে।’ এদিকে তন্ময় এরইমধ্যে শেষ করেছেন তার অভিনীত সিনেমা ‘জোছনা করেছে আঁড়ি’র কাজ। এটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।