অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নাজনীন নীহা অভিনীত প্রথম নাটক ‘মন দুয়ারী’। ভালোবাসা দিবসে প্রকাশিত হয় এই নাটকটি। আবারও এই জুটির নাটক ‘মেঘবালিকা’ ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে নাটকটি। ‘মেঘবালিকা’ নাটকে নাম ভূমিকায় নাজনীন নীহা অভিনয় করেছেন। অপূর্ব বলেন, ‘সব সময়ই দর্শকের প্রতি কৃতজ্ঞ। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি আমি সব সময়ই শ্রদ্ধাশীল। আমার অভিনয় জীবনের শুরু থেকে প্রতিটি কাজের জন্য দর্শকের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি এবং এখনো পাচ্ছি, তাতে নিজেই নিজেকে আরও নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি। এই সময়েরও কিছু আগে থেকেই আমি গল্পের প্রতি আরও মনোযোগী হয়ে উঠেছি। নিজের চরিত্র নিয়েও যথেষ্ট সময় নিয়ে ভেবে তারপর পরিচালকের সঙ্গে বসে কথা বলি। নীহা চেষ্টা করছে ভালো করার। সামনে হয়তো আরও ভালো করবে।’ নাজনীন নীহা বলেন, ‘ইচ্ছে ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। সৌখিন ভাইয়ের নির্দেশনায় সেই ইচ্ছে পূরণ হলো মন দুয়ারীতে। প্রথম কাজে ও মেঘবালিকাতে সাড়া পেলাম। কৃতজ্ঞ দর্শকের কাছে।’
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নাজনীন নীহা অভিনীত প্রথম নাটক ‘মন দুয়ারী’। ভালোবাসা দিবসে প্রকাশিত হয় এই নাটকটি। আবারও এই জুটির নাটক ‘মেঘবালিকা’ ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে নাটকটি। ‘মেঘবালিকা’ নাটকে নাম ভূমিকায় নাজনীন নীহা অভিনয় করেছেন। অপূর্ব বলেন, ‘সব সময়ই দর্শকের প্রতি কৃতজ্ঞ। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি আমি সব সময়ই শ্রদ্ধাশীল। আমার অভিনয় জীবনের শুরু থেকে প্রতিটি কাজের জন্য দর্শকের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি এবং এখনো পাচ্ছি, তাতে নিজেই নিজেকে আরও নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি। এই সময়েরও কিছু আগে থেকেই আমি গল্পের প্রতি আরও মনোযোগী হয়ে উঠেছি। নিজের চরিত্র নিয়েও যথেষ্ট সময় নিয়ে ভেবে তারপর পরিচালকের সঙ্গে বসে কথা বলি। নীহা চেষ্টা করছে ভালো করার। সামনে হয়তো আরও ভালো করবে।’ নাজনীন নীহা বলেন, ‘ইচ্ছে ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। সৌখিন ভাইয়ের নির্দেশনায় সেই ইচ্ছে পূরণ হলো মন দুয়ারীতে। প্রথম কাজে ও মেঘবালিকাতে সাড়া পেলাম। কৃতজ্ঞ দর্শকের কাছে।’