প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমাতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। আবার অভিনয়ে নিয়মিত হন শিলা। শুধু তাই নয় ‘অভিনয় শিল্পী সংঘ নির্বাচন ২০২৫-২০২৮’-এ অংশগ্রহণ করেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিউলী শিলা। নির্বাচনে দাঁড়ানোর প্রথম দিন থেকেই শিউলী শিলা যখন যেখানে যাওয়ার প্রয়োজনীয়তা পড়েছে সেখানে ছুটে গিয়েছেন। যতটা অনুনয়-বিনয়ের সঙ্গে শিল্পীদের কাছে বা ভোটারদের কাছে ভোট চাওয়ার প্রযোজন তিনি চেয়েছেন। নির্বাচনের ফলাফলে শেষ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ভোট (৪৩২) পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেন শিউলী শিলা। অভিনয় শিল্পী সংঘ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী একমাত্র নারী শিল্পী শিলা। অভিনয় জীবনের পথচলায় শিউলী শিলা বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। শিলা বলেন, ‘অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করা। শিল্পীরা যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন তা আমৃত্যু মনে রাখব। আমার মতো একজন সাধারণ শিল্পীকে দায়িত্বের কাতারে নিয়ে এসে আমাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত করায় আমি সত্যিই মুগ্ধ, বিস্মিত। অভিনয় শিল্পী সংঘের প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি মন প্রাণ দিয়ে সংঘের জন্য, সংঘের সদস্যদের জন্য নিবেদিতভাবে কাজ করে যাব।’
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমাতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। আবার অভিনয়ে নিয়মিত হন শিলা। শুধু তাই নয় ‘অভিনয় শিল্পী সংঘ নির্বাচন ২০২৫-২০২৮’-এ অংশগ্রহণ করেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিউলী শিলা। নির্বাচনে দাঁড়ানোর প্রথম দিন থেকেই শিউলী শিলা যখন যেখানে যাওয়ার প্রয়োজনীয়তা পড়েছে সেখানে ছুটে গিয়েছেন। যতটা অনুনয়-বিনয়ের সঙ্গে শিল্পীদের কাছে বা ভোটারদের কাছে ভোট চাওয়ার প্রযোজন তিনি চেয়েছেন। নির্বাচনের ফলাফলে শেষ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ভোট (৪৩২) পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেন শিউলী শিলা। অভিনয় শিল্পী সংঘ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী একমাত্র নারী শিল্পী শিলা। অভিনয় জীবনের পথচলায় শিউলী শিলা বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। শিলা বলেন, ‘অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করা। শিল্পীরা যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন তা আমৃত্যু মনে রাখব। আমার মতো একজন সাধারণ শিল্পীকে দায়িত্বের কাতারে নিয়ে এসে আমাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত করায় আমি সত্যিই মুগ্ধ, বিস্মিত। অভিনয় শিল্পী সংঘের প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি মন প্রাণ দিয়ে সংঘের জন্য, সংঘের সদস্যদের জন্য নিবেদিতভাবে কাজ করে যাব।’