এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে আরও একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে তাকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শহুরে জীবনের সাধারণ একটি গল্প। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারন জীবন যাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ এক সময় সে তার বাবা মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে উঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তানিয়া বৃষ্টি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তারমধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তুহিন ভাই এতো চমৎকার একজন পরিচালক আর এতো যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সঙ্গে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্পের জন্য।’
বুধবার, ২০ আগস্ট ২০২৫
এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে আরও একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে তাকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শহুরে জীবনের সাধারণ একটি গল্প। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারন জীবন যাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ এক সময় সে তার বাবা মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে উঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তানিয়া বৃষ্টি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তারমধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তুহিন ভাই এতো চমৎকার একজন পরিচালক আর এতো যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সঙ্গে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্পের জন্য।’