শিশির-চমক
সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে -গেম- এ অভিনয় করছেন শিশির আহমেদ ও চমক তারা। এরই মধ্যে কুয়াকাটায় এই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। গল্পের প্রয়োজনেই মূলত এর শুটিং চলছে কুয়াকাটায়। আয়েশা সিদ্দিকা শান্তার চিত্রনাট্যে মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন শিশির ও চমক তারা। শিশির বলেন, -গেম ধারাবাহিকের গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে কুয়াকাটায় এসে অনেক কষ্ট করে আমরা কাজটা করছি। আর চমক তারার সঙ্গে এর আগেও কাজ করেছি। বেশ সহযোগিতাপরায়ণ চমক। আমি আশাবাদী গেম নিয়ে। চমক তারা বলেন, -কিছুদিন আগেও নাটকের শুটিংয়ে কুয়াকাটায় এসেছিলাম। কুয়াকাটা আমার ভীষণ পছন্দের স্থান। গেম ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্রটিও আমার ভীষণ পছন্দের। বেশ যত্ন নিয়ে কাজটি নির্মাণ করা হচ্ছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।
শিশির আহমেদের অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সাইদুল আনাম টুটুলের পরিচালনায় -কাল বেলা- সিনেমাতে অভিনয় করা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। এদিকে চমক তারা তার নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গানসহ অন্য কন্টেন্টও প্রকাশ করে আসছেন। চমক তারা এরইমধ্যে ফরিদুল হাসানের -গুটিবাজি- ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। গত ঈদে আশরাফুল আলম বাবুর সাত পর্বের ধারাবাহিক নাটক -হানিমুন প্যারা-তেও অভিনয় করেছেন তিনি। এছাড়া কিছুদিন আগে জয়ন্ত রোজারিওর নির্দেশনায় -ওরে বাটপার- নাটকের কাজও শেষ করেছেন তিনি।
শিশির-চমক
শুক্রবার, ২৬ মে ২০২৩
সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে -গেম- এ অভিনয় করছেন শিশির আহমেদ ও চমক তারা। এরই মধ্যে কুয়াকাটায় এই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। গল্পের প্রয়োজনেই মূলত এর শুটিং চলছে কুয়াকাটায়। আয়েশা সিদ্দিকা শান্তার চিত্রনাট্যে মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন শিশির ও চমক তারা। শিশির বলেন, -গেম ধারাবাহিকের গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে কুয়াকাটায় এসে অনেক কষ্ট করে আমরা কাজটা করছি। আর চমক তারার সঙ্গে এর আগেও কাজ করেছি। বেশ সহযোগিতাপরায়ণ চমক। আমি আশাবাদী গেম নিয়ে। চমক তারা বলেন, -কিছুদিন আগেও নাটকের শুটিংয়ে কুয়াকাটায় এসেছিলাম। কুয়াকাটা আমার ভীষণ পছন্দের স্থান। গেম ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্রটিও আমার ভীষণ পছন্দের। বেশ যত্ন নিয়ে কাজটি নির্মাণ করা হচ্ছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।
শিশির আহমেদের অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সাইদুল আনাম টুটুলের পরিচালনায় -কাল বেলা- সিনেমাতে অভিনয় করা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। এদিকে চমক তারা তার নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গানসহ অন্য কন্টেন্টও প্রকাশ করে আসছেন। চমক তারা এরইমধ্যে ফরিদুল হাসানের -গুটিবাজি- ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। গত ঈদে আশরাফুল আলম বাবুর সাত পর্বের ধারাবাহিক নাটক -হানিমুন প্যারা-তেও অভিনয় করেছেন তিনি। এছাড়া কিছুদিন আগে জয়ন্ত রোজারিওর নির্দেশনায় -ওরে বাটপার- নাটকের কাজও শেষ করেছেন তিনি।