ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টানা দ্বিতীয় রাতেও রাশিয়ায় বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে ইউক্রেন প্রায় ২০০টি ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর ১৮৪টি ড্রোন ধ্বংস করেছে। এরপর সকালে গুলি করে আরও ৩৪টি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় তারা। মস্কোর পূর্বাঞ্চলীয় নিঝনি নভগোরোদ অঞ্চলের ডজারঝিনস্ক শহরে ৩০টি ড্রোন ভূপাতিত করা হয়। শহরটির গভর্নর গ্লেব নিকিতিন জানান, কিছু ধ্বংসাবশেষ শিল্প এলাকায় পড়লেও বড় কোনো ক্ষতি হয়নি। ইউক্রেন দাবি করেছে, প্রধান বিস্ফোরক উৎপাদন কেন্দ্র ওয়াই এম স্বেরদলভ বিস্ফোরক কারখানায় আঘাত হেনেছে তাদের ড্রোন। তবে হামলায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ভোরোনেজ ও বেলগোরোদ অঞ্চলে। এর আগে সোমবার রাতে ২৫১টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
টানা দ্বিতীয় রাতেও রাশিয়ায় বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে ইউক্রেন প্রায় ২০০টি ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর ১৮৪টি ড্রোন ধ্বংস করেছে। এরপর সকালে গুলি করে আরও ৩৪টি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় তারা। মস্কোর পূর্বাঞ্চলীয় নিঝনি নভগোরোদ অঞ্চলের ডজারঝিনস্ক শহরে ৩০টি ড্রোন ভূপাতিত করা হয়। শহরটির গভর্নর গ্লেব নিকিতিন জানান, কিছু ধ্বংসাবশেষ শিল্প এলাকায় পড়লেও বড় কোনো ক্ষতি হয়নি। ইউক্রেন দাবি করেছে, প্রধান বিস্ফোরক উৎপাদন কেন্দ্র ওয়াই এম স্বেরদলভ বিস্ফোরক কারখানায় আঘাত হেনেছে তাদের ড্রোন। তবে হামলায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ভোরোনেজ ও বেলগোরোদ অঞ্চলে। এর আগে সোমবার রাতে ২৫১টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া।